নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

কষ্টটা আমার একার -

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৫৭

এই আমাকে পাল্টে দিতেই তো তোমার অভিযান ছিলো। যেই আমি ছিলাম আমার মত সেই আমাকে তোমার কখনো ভালোলাগেনি।কিন্তু সেই আমিই প্রিতৃত্বের দাবী নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ কেউ দিয়েছে দরজা বন্ধ করে মুখের উপর। কতটাদিন চুপ করে থেকেছি, কিন্তু ফিরে আঘাত করিনি। ভেবেছি প্রিয়তমা তুমি, কতটাই আর পারবে। কিন্তু দিন থেকে দিন যায়, তোমার তুমি আরো নতুন রুপে প্রভাবিত হও। নিরবে কেদেছি, হয়ত তোমার জন্য বা তোমার দেয়া উপহারটির জন্য। বহুবার ভেবেছি কঠোর হবো। হবো কঠোর থেকে কঠোরতম। আবার ভেবেছি যেভাবে দোতলায় উঠার সিড়ির ধাপ থাকে সেভাবেই কঠোর হবো, অল্প অল্প করে। কারন তোমাকে তো আমার চিনতে হবে। সময় না দিলে কিভাবে পারবো বলো। কিন্তু আজ সব কিছুতেই কেমন যেন একটা শুন্যতা অনুভব করি। মনে হয় মানুষ চিনতে আমার অনেক ভুল হয়েছে। কেন যেন মনে হয় তোমাকে আমি আর কখনো ভালোবাসতে পারবো না। তোমার ভিতরের রুপটি আমার থেকেও অনেক কুটসিত। আমার শুন্যতার মাঝে শুধুমাত্র একজনের স্পর্স, সেখানে তোমার মাঝে শুন্যতায় খুজে পাই যোজন যোজন। কেন এই ভিন্নতা? কারন সেটা যে তুমি ! গ্রীস্ম, বর্ষা, শীতে তোমার রং তুলি সপ্ননীলে বুনিয়ে যাও। আসলেই তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। তোমার আমার অমিল গুলো তুমি আর লুকিয়ে রাখতে পারোনি। অনেক তো করেছো। এবার আমায় মুক্তি দাও। এখন আর কঠোর হতে ইচ্ছা হচ্ছে না। কঠোর তার সাথে হওয়া যায় যার সাথে কোন সম্পর্ক থাকে। তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি তা রাখিনি, আর রাখতেও চাইনা। আবারো বলতে হয় তোমার ভিতরের রুপটি আমার থেকেও অনেক কুটসিত। আর কুটসিতের সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না। আমি ভিষন অথিতি পরায়ন কিন্তু তোমাকে অথিতি হিসেবেও দেখতে চাই না।তাই আমি আজ থেকে নিজ হাতে তোমার আমার পথটাকে আলাদা করে দিলাম। কখনো আমার সামনে এসো না। আমি তোমাকে আর দেখতে চাইনা। আমার জীবন সাজানো গুছানো। সেই জীবনে তোমাকে নতুন করে কখনোই জায়গা দিতে পারবো না। তুমি অনেক নীচ, অনেক খারাপ। আমার চিন্তার বহু বাইরে তুমি...। কখনই তোমার সাথে আমি মানিয়ে নিতে পারবো না। জীবনের এই প্রান্তে এসে তোমার থেকেও প্রিয় আমার নিজের সুন্দর ভবিষ্যত। তোমার মত মানুষের সাথে থেকে সেই সুন্দর ভবিষ্যতটাকে আমি নস্ট করতে পারবো না। তুমি নিচ, তুমি জঘন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.