নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

মা

১১ ই মে, ২০১৪ দুপুর ১:১১

আজ সকাল থেকেই ফেবুতে দেখছি সবাই মাকে নিয়ে অনেক স্টাটাস দিচ্ছে। কিন্তু আমার তো মা নেই কি দিয়ে দিবো - কিন্তু তারপরেও

আমার একজন মা আছে। সেই মা আমাকে একদম সয্য করতে পারে না। যার কাছে আমি ফোন করলে ফোন ধরে না। আমার গলার স্বর শুনলে হয়ত আমাকে অভিসম্পাত করে থাকেন। সেই মা ছাড়া আমার আর তো কোন মা এ দুনিয়াতে নেই, জন্মদাত্রী মা চলে যাবার পরে সেই মাকেই প্রথম মা বলেছি। হোক না সে একটু রাগী। হোক না সে আমার অভিসম্পাতকারী। তবুও যে সে মা। কিভাবে বলি তার হাতের ডাল আর আলু ভর্তার ভাত খেতে খুব ইচ্ছা করছে, আর সেই গরূর গোশভুনা আজও ভুলিনি। সাথে থাকবে টকটকে সবুজ লেবুর ঘ্রান ও পেয়াজ, আহ। হয়ত এ জনমে সেই সাধ মিলবে না। সেই মাকেই আজ জানাই, শুভহোক তোমার জন্য এ সুন্দর পৃথিবী, সর্ব খেলায় সকল দুশমন পরাজিত হোক তোমার কাছে, কারন তোমাকেই তো মা বলে ডেকেছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.