![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
আজ অনেকদিন হয়ে যায় কেউ আমার টেবিলে ওভাবে খাবার পানি ঢেকে রাখেনি বা খাবার পানির খালি বোতল গুলো ফেলে দেয়নি...তাই সেদিন একটু অবাকি হয়েছিলাম। আজ তোমার মুখ থেকে জানতে পারলাম তুমিই কাজটি করেছিলে। হয়ত তোমার কাছে বিষয়টি কিছুই না কিন্তু আমার কাছে অনেক মুল্যের। আজ কেন যেন তোমাকে তুমি বলে বলতে ইচ্ছে করছে। কিন্তু দু:খ হচ্ছে তোমার ভাষায় 'তুমি', 'আপনি' ও 'তুই'- কে মাত্র একটি ভাবেই প্রকাশ করা যায়। সেটা হল 'তুমি' (you)। তাই তোমাকে - আমার এই 'তুমি' টার পার্থ্ক্য বোঝাতে পারলাম না।
©somewhere in net ltd.