![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
এখনো কি আকাশ দেখিস ? জানালা দিয়ে তারা দেখিস ?
অবসরে বই পড়িস, সবার সাথে গল্প করিস
মনে পরে কভু কি তোর ছিলাম আমি যে তোর সাথে
আড্ডাতে, অবসরে তোর পাশে
এখন কি খুজিস আমায়
এখন কি ভাবিস আমায়
এখনোকি বৃষ্টিতে তুই ভিজিস, তিন চাকার যানে চড়ে তুই ঘুড়িস
থাকে কি কেউ এখন তোর পাশে
মন খারাপ হলে কি আজও তুই কাদিস
মনে পরে কভু কি তোর ছিলাম আমি যে তোর পাশে
হাত ধরে চলেছিলি কতটা পথ
এখন কি খুজিস আমায়
এখন কি ভাবিস আমায়
কতকথা কত যে গান লিখে গেছে যে তোর তরে
কতযে সুর হয়ে গেছে এখানে, তুই নেই বলে
ধুলোপড়া সৃতি গুলো কেদে আধার কোনে
আজ আমি একা জেগে তোর পরে
এখোনো কি আমায় ডাকিস
খুব একা পাশে থাকিস -
©somewhere in net ltd.