![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
জীবন ঘড়ির চাকায় যদি বলি আমি অপেক্ষায় আছি এখনো তোমার ফিরে আসার... বিশ্বাস করবে?
যদি বলি আমি জানি তুমি ফিরে আসবে একদিন আমার কাছে....
যদি এখনো বলি ভালোবাসো ঠিক আগের মত আমায়....
কিন্তু তুমি কি জানো আমি আগের মত নেই
আমি ভেঙে পরেছি, মন থেকে ভেঙে পরেছি...
পায়ে বা হাতে কোন শক্তি বলতে অবশিস্ট নেই
যেটুকু দেখা যায় শুধু তা বিশ্ময়ে আকুল
আমার অবহেলা তোমাকে যদি নতুন সুন্দর একটা জীবন দিয়ে যায়
সেটায় আমার প্রার্থনা
তাই তো নিজে থেকেই দুরেছি - নিজ চেহারা চিনে নিয়ে..
তোমার শরীরের ভিতর গড়ে ওঠা মানসপিন্ডি আজ অনেক বড় হয়েছে
হাসতে শিখেছে, আমি চাইনা আমার কারনে তার হাসি কালো বর্ন ধারন করুক -
শুধু বলি ভুলগুলো শুধু আমারি, তাই আসবোনা তোমার কাছে
যদি কখনো এই আমাকে তোমার মনে পরে - ভেবেনিও কোন দু:স্বপ্ন
যে চলে গেছে তাকে ডেকোনা ফিরে...
সবকিছুই তোমার আগের মত আছে
শুধু আমাকে মুছে দিলেই তো হলো ....
দোয়া করো আমার মুছে যাবার সময় এলো বলে -
সেজন্য তোমাকে সময় দিতে পারিনা
আছি মুছে যাবার অপেক্ষায়
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮
তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো...