![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
মা তুই নেই, তুই চলে গেলি তার আগে একবার ভাবলি না আমার কথা,
তোর কি মনে আছে ছোট টিভি বলে তুই আমাকে বলেছিলি একটা বড় টিভি কিনে আনতে
বিশ্বাস কর মা আমি সুদুর থেকে নিজের কস্টের টাকায় টিভিটি কিনে নিজে বয়ে নিয়ে এসেছিলাম, আমার বাসা থেকে এয়ারপোর্ট আর এয়ার পোর্ট থেকে তোর পায়ের কাছে আমি নিজে বয়ে এনেছিলাম। বাসার সামনে যখন আমার গাড়িটি এসে থামলো দেখলাম আলিফ, রেহান আরো কে জানো আমার অপেক্ষায় দাড়িয়ে আছে, তুই আসতে পারিসনি কারন তোর পায়ে ব্যাথা। বিশ্বাস কর মা, সেদিন আমি গাড়ি থেকে নেমে টিভিটি আগে নিয়ে আমি নিজ হাতে দোতলায় নিয়ে একা একা উঠেছিলাম, কোথাও রাখিনি একদম তোর পায়ের কাছে গিয়ে রাখছিলাম, ভুলে গেসিস তুই। সবাই আমাকে বলছিলো এতদুর জার্নি করে এসে এত ভারি টিভি একা একা উপরে কিভাবে তুলসিস। সেদিন আমার কারো কথা কানে জায়নি। শুধু একটাই ছিলো তোর পায়ের কাছে নিজে কাধে করে নিয়ে যাওয়া। সব ভুলে গেলি । মা তোর কি মনে আছে আমি ১৯৯১ সালের কোন একদিন আমি মেলায় বেড়াতে গিয়েছিলাম, বাসায় এসে দেখি তুই নেই। কি সে কাদা আমি - কেদে কেদে প্যান্টেই রেগে মুতে দিয়েছিলাম, কেউ আমাকে সেদিন থামাতে পারেনি, প্রায় ঘন্টা দু পর কালো পায়ের দে্যা সবুজ শারী পরে দু হাত উচু করে তুই আমাকে কোলে করতে ছুটে আসছিলি, আমাকে জড়ায়ে ধরার পর আমি থেমেছিলাম মনে আছে তোর...তার ঠিক ২০ বছর পর ২০১১ সালের ৩০ সেপ্টেমব্বর তুই আমার কাছে একটা গান শুনতে পারা যায় এমন একটা মোবাইল চেয়েছিলি। আমি তার পরদিনি মোবাইলটা কিনেছিলাম। গান শুনতে পারা যেতো, ফটো তুলাযেতো, তোর প্রিয় লতা মুংগেস্করের গান। কি তারা ছিলো তোর যে তুই মুখ ঘুড়িয়ে হাসি মুখে চলে গেলি, কে প্রিয় ছিলো তোর আমার চেয়ে তোর কাছে? তুই বোধহয় ভুলে গেসিস আমি হারতে জানিনা। আমি তোর কাছে হারবো না। আমি আসতেছি, দেখ তুই আমার থেকে পালাতে পারিস কিনা। আর এদিকে তুই তো জানিস - আমি তো গন্ডার । তুই চলে যাবার পর আজ আমি প্রথম চোখের পানি আটকাতে পারলাম না।
২| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮
আমি সৈকত বলছি বলেছেন: দুঃখিত ইমোটা ভুলে পড়ে গেছে
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৭
আমি সৈকত বলছি বলেছেন: দারুন লাগলো।

অসাধারন লিখেছেন।
শুভ কামনা থাকলো।