নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন অবচেতন মন

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

চেহারা পাল্টে যায়। চোখের রং ধীরে ধীরে পরিবর্তিত হয়।
আগে যেখানে আমার সামনে কথা বলতে ঐ ঠোটে ভয়ে ভুমিকম্প হত
আজ সেই ঠোট আমার সামনে বড় মসৃন সুরে কথা বলে
আমি মাটির দিকে তাকিয়ে থাকি
তাহলে কি আমার পরিবর্তীতই হওয়া প্রয়োজন
নাকি শুধু রাস্তাকে বদলে দেবো
নাকি ঠোটের বদলে যাবার চিন্হকে মনে করিয়ে দিবো - আমি কে?
সেই পুরোনো আমি কে?
মনে মনে হেসে উঠি অদ্ভুদ এক আনন্দ নিয়ে
এই যে তিলোত্তমা দেখাচ্ছিস তা তো আমি মুহুর্তে ভেংগে দিতে পারি
তারপর আমি গম্ভীর হয়ে পরি
মাটির দিকে চেয়ে থাকি
মনে ভাবি ও তো ছোট কিছু বুজে না খালি খালি কেন আমি ?
এই ভাবনাটাই আমাকে চুপ করিয়ে দেয়
আর এখানে থেকেই আমি দরজা বন্ধ করে ভাবি আমার চোখ পাল্টানোর ইতিহাসকে
হুম ....আমিও একটা সময় ছিলো যখন চোখ পাল্টাতাম তাদের সাথে যাদের আমি অধিনস্ত ছিলাম
মা, বাবা, বড় ভাই, বোন, দুলাভাই সবার সাথে
সেদিন তারাও তিলোত্তমা দেখিয়ে ছিলো
কিন্তু কিছু পর
মাটির দিকে তাকিয়ে তারা চুপ হয়ে যেতো
সেদিন গুলিতে বড় মজা লাগতো
দম্ভ হতো। আমার সাথে পারে নাই, ইহ।
কিন্তু বুজতাম না তাদের এতো শক্তি থাকার পরেও তারা আমাকে
আক্রমন করে না কেন>
আজ এত বছর পরে আমি খুজে পেয়েছি সেই উত্তর -
আজ বুজি ইচ্ছা আর শক্তি- দুটো থাকার পরেও আমি কেন আমি তাকে আক্রমন করি না।
কেন মাটির দিকে তাকিয়ে থাকি
তারপর দরজা বন্ধ করে চোখ বুজে দাড়িয়ে থাকি
দরজার বাহির থেকে ঘন ঘন নাক টানার শব্দ শোনা যায়
আর অপেক্ষায় থাকি তোমার দৃস্টিকে মাটির দিকে ফেরা বার...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

আনিসা তাবাসসুম বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.