![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
রাত নয়টা।
একটা ট্রলি কেউ একজন এখানে নিয়ে আসছে।
এখানে মানে আমার দিকটায়। মানে আমি যেদিকে বসে আছি সেই দিকটায়।
কারেন্ট না থাকায় ঠিক বুঝে উৎতে পারছি না কে আনছে বা কি আনছে। হয়ত কোন রোগী হবে।
বাইরে ভিষন ঝড়ো বাতাস বইছে। ঝড় না। বাতাস।
বড়সর ঝড় আসার আগে যেমন বাতাস হয়, তেমন বাতাস।
ট্রলিটি একটি রোগী নিয়ে আসছে সেটা এখন স্পষ্ট হয়ে উঠেছে,
আগে থেকে অনেক কাছে এসে পরেছে। আমার খুব কাছে।
মাথা ঢেকে দেয়া এক রোগী দেখতে পেলাম।
রোগী বলতে ভুল হবে বলতে হবে মৃত মানুষ। মুখ তারি ওরনা দিয়ে ঢাকা।
হঠাৎ বাতাসে কাপড় পড়ে গিয়ে মুখ খুলে গেছে। মাথা থেকে গলা পর্যন্ত দেখা যাচ্ছে।
তখনও মেয়েটির মুখে মৃত্যুর ছাপ স্পষ্ট হয়নি।
ফুটফুটে সুন্দর।
মুখটা কি লাবণ্য মায়া মাখা।
মাথাভরা কালো চুল।
যেন কোথাও বের হওয়ার জন্য কেবলই সাজ-গোজ করেছে।
এরই মাঝে কারও অপেক্ষায় একটু ঘুমিয়ে নিচ্ছে।
এমন হাসিমাখা মুখ দেখে কেউ প্রথমেই ভাবতে পারবে না সে মারা গেছে।
মেয়েটির বয়স আনুমানিক ২২-২৩।
আমার সামনে দিয়ে ট্রলিটি চলে গেলো। যিনি নিয়ে যাচ্ছেন তার দিকে তাকালাম।
তার বয়স ২২-২৩।
মাথা নিচু করে লাশ বহনকারী ট্রলিটি নিয়ে যাচ্ছে।
ধীরে ধীরে আমার চোখ তার বুক থেকে মাথা পর্যন্ত দেখতে শুরু করলো।
অসম্ভব সুন্দর মেয়েটি, কিন্তু চোখে পানি -
হয়ত লাশটি তার বোনের হবে।
আমি বসা থেকে দাড়িয়ে উঠলাম,
উদ্দেশ্য - মেয়েটির সাথে কেউ আছে কিনা ঘুড়ে দেখার।
যদি না থাকে
তাহলে এই দুর্সময়ে আমি তাকে সাহায্য করে তার কাছের
একজন হতে পারবো।
কিন্তু আশ্চর্য্য হচ্ছে যে মানুষটি ট্রলিটি নিয়ে যাচ্ছিলো
তিনি আর কেউ নয়। হুবুহু মারা যাওয়া মেয়েটির মত অবিকল।
একদম অবিকল।
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
রোহান খান বলেছেন: ভাই আমি দু:খিত, আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন।
আসলে আমার আনলিমিটেড নেট, তাই কেবির চিন্তা করে লেখা হয়না, আবার কেবি ফুরিয়ে
অদরকারী পোস্ট পড়লেও বাড়তি বিল আসে না।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
ঢাকাবাসী বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল!
৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
রোহান খান বলেছেন: স্বপ্নটা দেখার পর দুনিয়াটা আমার মাথার উপ্রেই ছিলো....
৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
দধীচি বলেছেন: ও আচ্ছা আপনি তো অনেক ভালো মানুষ
৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
রোহান খান বলেছেন: আপনিই প্রথম আমাকে ভালো বললেন, ভাই বিরিয়ানীর দাওয়াত রইলো।
৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:২৬
মাহের ইসলাম বলেছেন:
মনে হয়, আরো কিছু বলতে চাইছিলেন ?
৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
দধীচি বলেছেন: কিসব বালছাল লেখেন? শিরোনাম এমন ভাবে দেবেন যেন পাব্লিক ইন্টারেস্ট বারে