নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যেখানে যেমন, তেমনি হতে চাই...

রোহান খান

আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।

রোহান খান › বিস্তারিত পোস্টঃ

সেলুকাস

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

মায়ের ভালোবাসা কত প্রকার? এ প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন। কখনো অন্য প্রসংগ টেনে কথার ঘানি ঘুরিয়ে বা ছোট-খাট ছাইপাশ বলে মুক্তি পেয়েছি অথবা প্রশ্নকর্তা নিজেই পরের প্রশ্নের জালে ভুলে গেছেন। এক মা দুবছরের সন্তানকে বাচাতে পারেনি, কিন্তু তার হার্ট ডোনেট করে দিয়ে ছিলেন। দু বছর পর সেই হার্টটি অন্য আরেকটি বাচ্চার বুকে ট্রাসপ্লান্ট করার পর সেই হার্টের ধুপ ধুপ শব্দ শুনে সেই মায়ের চোখে যেই পানি আসে সেটাই ভালোবাসা। আবার আরেকভাবে শুনুন। নৌকা ডুবে যাচ্ছে, দু-মিটার পরেই অন্য দেশের সীমানা, সেই সীমানায় দেশরক্ষীরা দাড়িয়ে ওদের ডুবে যাওয়া দেখছে নির্ভয়ে তবুও আন্তর্জাতিক সীমানা ভংগ করার মত সাহস(ভালোবাসা) তাদের নেই।সেই নৌকায় এক মা তার দুবছরের বাচ্ছাকে ছুড়ে অন্য দেশের সীমানায় ফেলে দিয়ে নিজে ডুবে মারা গেলেন। এটা আরেক ভালোবাসা।
আরেকটা বলি - এক মা তার ৬ বছরের ছোট বাচ্চাকে নিয়ে এক্সকেলেটরে শপিং মলে উপরে উঠছেন। যখনি এক্সকেলেটর থেকে নামতে যাবেন সামনে মাত্র পা ফেলেছেন ওমনি এক্সকেলেটরের পাদানি দুভাগ হয়ে মায়ের পা থেকে কোমর পর্যন্ত পিষে ফেলেছে, কোন মতে বাচ্চাটাকে ছুড়ে ফেলে নিজে পিষে হয়েছে আট টুকরো। এটা আবার আরেক ভালোবাসা।এবার শেষটা বলি। স্বামী বিদেশে থাকেন। বছরে একবার দেশে আসেন। ৮ বছরের বাচ্চাকে ফেলে সেই মা অন্যের সাথে বিয়ের পিড়িতে বসলেন। কারন তিনি তার বাচ্চার থেকেও ঐ নতুন মানুষটিকে বেশী ভালোবাসেন। আরেক রকম ভালোবাসা। সেলুকাস এ মানব সমাজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.