![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
তোমার মনে আছে সেই ছবিটার কথা -
সেই যে চোখ টেরা করা ছবিটা।
সম্ভবত মন্টির জন্মদিন বা মুসলমানীর দিনে ছবিটি তোলা ছিলো।
২০০০ বা ২০০২ সালের কথা, আপুর ছবির এলবাম উল্টাতে গিয়ে তোমার ঐ ছবিটা দেখলাম।
ব্যাস, এদিক ওদিক দেখে ছবিটা পকেটে চালান দিলাম।
তখন মনের অজান্তেই করেছিলাম কাজটা।
জানিনা কেন?
তারপর বাসায় গিয়ে ছবিটার টের্যা চোখ আমি ফটোশপ দিয়ে এডিট করে ঠিক করেছিলাম।
সেটি আমার কম্পুটারে সেভ ছিলো অনেক দিন।
তোমাকে ভালো লাগত কিন্তু ভালোবাসতে ভয় হত।
আমার মনে হত আমার মত ছেলেকে তুমি ভালোবাসবে এটা কখনই সম্ভব ছিলো না।
মনেই করতাম না।
কারন সেই যোগ্যতা আমার ছিলো না।
তুমি যে কত সুন্দর তা তুমি নিজেও জানো না
আর আমি কোথাকার কোন মাম্দো ভুত
তাই কখনো মনে করিনি
মন থেকেও চাইনি
অথচ দেখো ভাগ্য সেই তোমাকে আমার বউ করেছিলো।
বিয়েরও ০৮ বছর আগে - আমার মনেরি অজান্তে
অনেক কিছু করিয়েছে ভাগ্য আমাকে -
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৮ রাত ২:১২
কাইকর বলেছেন: আহা....কি ভালবাসা।