![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
যারা নুসরাতের গায়ে আগুন দিয়েছে, তারা তো কারউ না কারউ ভাই,
বোন বা সন্তান বা ভাতিজা বা ভাতিজী বা আত্মীয় বা স্বজন বা পাড়া প্রতিবেশী।
তারা কিভাবে লুকিয়ে থাকতে পারে। এব্যাপারটি কি তাদের বা পরিবারের অন্য সদস্যদের
মাথার উপর দিয়ে গেছে যে কেউ জানেনা যে তার ঘরের/পাশের ঘরের লোকটি বা মেয়েছি ঘটিয়েছে এমন একটা কান্ডো।
সবাই জানে।
তাতে কোন সমস্যা নেই।
সমস্যা হলো জেনে চুপ থাকা।
আসলে আমরা আমাদের ৈনতিকতাকে এমন একটা অবস্থ্যায় নিয়ে গেছি,
যে যতক্ষন পর্যন্ত আমরা নিজে বা আমাদের পরিবারের কেউ এসবের ভিকটিম না হয়
ততক্ষন পর্যন্তু আমাদের চোখমুখ আপাদামস্তক গামছা পেচিয়ে দাত চেপে বসে থাকি।
বলি উচ্চস্বরে - " ওল ইজ ওয়েল " আর বুকের উপর হাত চাপরাই।
বাহ দারুন।
এই আমাদেরি তো উন্নত জাতি বলা দরকার।
তার উপর আছে আইনশৃংখ্লা রক্ষাকারী বাহিনির কিছু কিছু বদমাইস
আর আর সৃষ্টিকর্তা ভক্তির নিদর্সন টুপি ওয়ালাদের অন্তরগত কিছু লোক -
(সবাইকে না - হাতে গোনা কিছু লোকের কথা বলে হয়েছে)
যাদের অন্তরে থাকে পয়সার উপর লোলুপ দৃষ্টি।
যারা পয়সার লোভে নিজের ইজ্জত বিক্রি করতেও পিছু পা হয়না।
দরকার হলে পয়সা পেলে এরা এদের বোন /বউ সবাইকেই অন্যলোকের হাতে তুলে দিতে চায়।
নিজের পাছার ভালো দাম পেলে এরা নিজের পাছারি টিকিট বেচতে লাগবে।
পারলে তার নিজের ছেলে বা মেয়ের পাছার পোস্টার লাগিয়ে টিকিট বেচতেও পিছপা হবে না।
পয়সা রে ভাই পয়সা।
পয়সার জন্য পাছা বেচলেও সমস্যা কি।
হোক না সেটা নিজের লোমওয়ালা পাছা বা নিজের ছেলে লোমবিহিন পাছা
বা নিজের মেয়ের গোল লাল পাছা।
পয়সা তো ভাই, যেমনে পারি খাই।
ছি: তোদের মত লোকদের। এরা তো আপনার বা আমাদেরি কারউ কেউ।
ধরিয়ে দিন এদের।
না হলে একদিন আসবে আপনি নিজেই তাদের ভিকটিম হবেন।
আরে ঐ ধর্মভিরু চতুর চোখের অধিকারীকে বলছি।
এরকম কাজ তুই তো আগেই করেছিস বলে মনে হয় । না হয় এত সাহস পাস কো থেকে।
তোর বয়স অনুসারে তোর মেয়ের বয়সও নুসরাতের মত হওয়ার কথা
তুই যখন নুসরাতকে খারাপ চোখে দেখেছিস তাহলে তো তোর নিজের মেয়েও তোর কাছে নিরাপদ না।
তাহলে কি তোর নেক্সট স্বীকার তোর নিজের মেয়ে?
নাকি তোার ভাইয়ের মেয়ে?
নাকি তোর বোনের মেয়ে?
বি:দ্র: এ লেখায় নিদর্শন করা হয়েছে কিছু 'নিক্রিষ্ট কিট'কে' যারা তাদের নিজ পরিচয় গোপন করে সেই মহান জাতী বা বাহিনীর ক্ষতি করে।
১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১১
রোহান খান বলেছেন: আমীন..। লিখা ছাড়া আমরা আর কি করতে পারি? আমরা কি আরেক বার পারি না এদের বিরুদ্ধে অন্তত নিজ নিজ অবস্থ্যান থেকে রুখে দাড়াতে?
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: আল্লাহ নুসরাতকে বেহেশত নসীব করুক।