![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে আকাশের মত বিশাল মনে হয় , কারন আমার বুকটাও হাজারো বেদনা আর অনেক ভালবাসাই ভরা ।
শুনেছি ভদ্রলোকরা একটু বুদ্ধিমানই হয়ে থাকে, আর বেশি বুদ্ধিমান হলে তারা বুদ্ধিজীবি হন । যাই হোক … আজ একজন গৃহস্থ্য (গিরস্তো) এর সাথে আলাপ করে জানতে এবং বুঝতে পারলাম শুধু শহরের ভদ্রপল্লীতে নয় এখন গ্রামেও ভদ্রলোক গৃহস্থ্য (গিরস্তো) আছে ।
অমুক মোল্লা একজন গৃহস্থ্য (গিরস্তো) , তার অনেক জমিজমা আছে , তিনি লোক খুবই ভাল কিন্তু লিখাপড়া খুব একটা জানেন না । নিজের জমি চাষাবাদের জন্য তার হাল লাঙ্গল আছে , তিনি বলদ গরু দিয়ে হাল চাষ করেন ।
তমুক প্রামানিক একজন গৃহস্থ্য (গিরস্তো), তার ও কবেশ কিছু জমিজমা আছে , তিনি ভদ্রলোক মানুষ , লিখাপড়াও বেশ করেছেন । নিজের জমি চাষাবাদের জন্য তার হাল লাঙ্গল আছে , তিনি গাঁই গরু দিয়ে হাল চাষ করেন ।
তমুক প্রামানিক কে আমি প্রশ্ন করলাম আচ্ছা দাদা , অমুক মোল্লা দাদা বলদ গরু দিয়ে হাল চাঁষ করে , তে আপনি গাঁই গরু দিয়ে হাল চাঁষ করেন কেন ?
-শোন অমুক মোল্লা তো লিখাপড়া খুব একটা জানে না , বুদ্ধি বাদ্দা কম । বলদ গরু খায় আর হাল চাঁষ করে , আর কোন লাভ আছে ?
- আমি বললাম না ।
- আর আমি গাঁই গরু দিয়ে হাল চাঁষ করি , গরু দুধ দেয় , বাছুর দেয় আবার হাল চাঁষ করে । তাহলে লাভ কোনটা ?
- দাদা লাভ যাই হোক … গাঁই গরু দিয়ে হাল চাষ , বিষয়টা অমানবিক দেখায় না ?
দাদা আর কিছু বললেন না , শুধু হাসলেন ।
দাদার ছেলেও হয়েছে বুদ্ধিমান লোক । চাচা বিয়ে করেছেন , চাচি শহরে চাকুরি করেন । প্রতিমাসে বেতন আনেন, রান্না করেন , আবার ছেলেপেলে মানুষ করেন । চাচা বড়ই ভদ্রলোক …. শুধু চকচকে শার্ট প্যান্ট পড়ে ঘুড়ে বেড়ান আর নিতিবাক্য ছুড়ে বেড়ান ।
আর মোল্লা দাদার ছেলে হাল চাঁষের পাশাপাশি ব্যবসা শুরু করেছেন , শিক্ষিত হলেও বুদ্ধিমান লোক হতে পারেন নি , চাচি লিখাপড়া জানলেও হয়েছেন পুরাই গৃহিণী ।সংসার দেখেন আর ছেলেপেলে মানুষ করেন ।
মর্মার্থ : বুদ্ধিমান লোকেরা নাকি গাঁই গরু দিয়ে লাঙ্গল চঁষে ?? !!!!
(কারো ভাবানুভুতিতে আঘাত করলে আমি sorry ) — feeling stupid.
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৩
রকি বিশ্বাস বলেছেন: কিছু কিছু বলদ আছে , যারা গাঁইয়ের থেকেও অধম !! সেক্ষেত্রে বলদের কাজ গাঁই -ই করে থাকে ।
২| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪
শাহরিয়ার সনেট বলেছেন: lol
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪
রকি বিশ্বাস বলেছেন: বর্তমান যুগ ... গাঁইদের ক্ষমতায়নের যুগ !!
৩| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
শতদ্রু একটি নদী... বলেছেন: গাই যদি লাঙ্গলের ভার বহন করে তাইলে তার শরীরের উপর কি কি সাইড এফেক্ট আসে এইটাও জানা দরকার।
তার কি দুধ উতপাদন কমে যায়?
সে কি মৃত বাছুর প্রসব করে?
সে কি প্রয়োজনের অধিক খাদ্য গ্রহন করে?
সে কি অধিক রোগ শোকে ভোগে?
এইসব এবং অন্যান্য আরো প্রশ্নের উত্তর পাইলে বোঝা যাবে আসলেই বুদ্ধিমানের মত কাজ বলা যাবে নাকি।
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩
রকি বিশ্বাস বলেছেন: প্রামানিক দাদার ছেলে, অমুক চাচা বিয়ে করেছেন , চাচি শহরে চাকুরি করেন । প্রতিমাসে বেতন আনেন, রান্না করেন , আবার ছেলেপেলে মানুষ করেন । চাচা বড়ই ভদ্রলোক …. শুধু চকচকে শার্ট প্যান্ট পড়ে ঘুড়ে বেড়ান আর নিতিবাক্য ছুড়ে বেড়ান ।
আর মোল্লা দাদার ছেলে হাল চাঁষের পাশাপাশি ব্যবসা শুরু করেছেন , শিক্ষিত হলেও বুদ্ধিমান লোক হতে পারেন নি , চাচি লিখাপড়া জানলেও হয়েছেন পুরাই গৃহিণী ।সংসার দেখেন আর ছেলেপেলে মানুষ করেন । লোল :p
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৪
শাহরিয়ার সনেট বলেছেন: বলদের কাজ কি গাই দিয়ে হয়!