| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.....ভাদ্রের আর্শিবাদ.....
{রকিব হোসেন}
----------------------------------------
ভাদ্রের আগমনেই পাচ্ছি তালপিঠার গন্ধ,
বাহ্ চারদিকে জমেছে বেশ নয়ত মন্ধ।
চোখে দেখলে ভাদ্রের ফল,
টবটবিয়ে জিবে চলে আসে জল।
রাত্রি দুপুর সকাল বেলা,
সব সময় শুধু তাল কুড়ানোর মেলা।
খুকা-খুকী মায়ের কাছে ধরেছে বায়না,
তাল পিঠা ছারা তারা আর কিছু চায়না।
ছেলে-মেয়ে,জুয়ান-বুড়ো,
সকলেই করেছে তাল কুড়ানো শুরু।
দানবের মতো তালগাছ থাকে দারিয়ে,
তোমাদের জন্য তাল নিয়ে হাত দুটো বাড়িয়ে।
ভাদ্রের আর্শিবাদ শুধু তাল,
কখনো মিষ্টি,কখনো তেতু,কখনো ঝাল।
----------------------------------------------------------
রকিব হোসেন
ফুলবাড়িয়া,ময়মনসিংহ।
ফোন:- ০১৭৭৮১৯৫৬১১
©somewhere in net ltd.