![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কোণে দাঁড়িয়ে পৃথিবীকে দেখছি। সবকিছু সৃষ্টির মূল পদার্থ হল ভালোবাসা। তাই ভালোবেসে যাই সবাইকে।
তুমি বধূয়া:
প্রথম আজ তোমাকে ঘিরে লিখছি, তবে স্বপ্ন এঁকেছি আরও আগ থেকেই ৷
মনের কোণে আশঙ্কার বীজ প্রায়ই বাঁধা দিত তোমাকে নিয়ে লিখতে।
তোমাকে ঘিরে আমার রাজ্যতরীর সাজানো জলপদ্মর কথা বলতে।
কেউ যদি চুরি করে নিয়ে যায় আমার সুখকষ্টের সব। যুদ্ধ বাধিয়ে দেয় আমার রাজ্যে ঢুকার জন্য?
সে ভয়ে ভীত ছিলাম ৷কিন্তু আজ আর নিজেকে সংবরণ করতে পারছিনা।
অব্যাক্ত মনের কথামালা প্রকাশ না করে শান্তির শ্বাস নিতে পারছি না ৷
আমি তো মানুষ, কিসের ভয় আমার? যদি ভয়ে ভীত হই তাহলে আমি তো কাপুরুষ!
এ কলঙ্ক ইজ্জতের, আত্মমর্যাদ রক্ষা ও বিলীনের ৷তাই আজ নির্ভয়ে চিৎকার করে বলছি; বধূয়া তুমি আমার ৷
প্রাণাধিক ভালোবাসি তোমাকে ৷তুমি যেমন করে বাসো আমাকে ৷তোমার একার জন্য
পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়ে যাব ৷তছনছ করে রক্ত-আগুনে পুড়িয়ে ফেলব পৃথিবীকে ৷
তার ছাই সাগরের গর্ভে নিক্ষেপ করব, তবুও তোমাকে উদ্ধার করব। তুমি যে আমার বধূয়া ৷
জানি, শেষে বিজয়ের মালা আমার গলাতেই পড়বে ৷আমি তো খাঁটি প্রেম মানব ৷
আমার কোন পরাজয় নেই ৷পৃথিবীকে ভেঙে নতুন করে গড়ার জন্যই আমার আগমন ৷
যদি গড়া পৃথিবীকে ভাঙতে না পারি আমার জন্ম বৃথা ৷যদি ভাঙা পৃথিবীকে গড়তে না পারি আমার বেঁচে থাকা মিথ্যা ৷
তখন মানব-পুরুষ পরিচয় দেয়া লজ্জার হবে লাঞ্চনার। বেঁচে থাকা না থাকা হবে সমান।
পৃথিবীকে আমার মতো করে সাজাব; এক চোখ আমার আরেক চোখ বধূয়ার ৷
দু’জনার দুচোখের আলপনায় রাঙাব নতুন করে পৃথিবীকে ৷সেখানে তুমি হবে রাণী-বধূয়া ৷
আমি হব তোমার প্রাণের বর ৷পুলকিত হব তোমার নেশাভরা ডাকে ৷বধূয়া
তোমার চলার পথে বিছিয়ে দেব সদ্যফোটা স্হলপদ্মার লাল পাপড়ি।
মেহদি রাঙা পায়ে হেঁটে যাবে স্থলপদ্মর লাল পাপড়ি মাড়িয়ে ৷
একটু দূরে দাঁড়িয়ে দেখব রাণী বধূয়ার সৃষ্ট-রঙিন সে দৃশ্য ৷
যখন বরের দিকে তাকাবে মুচকি হেসে চোখ টিপে জানাবো সাদর সম্ভাষণ ৷
মাতাল করা গন্ধভরা গোলাপ সেঁটে দিব বধূয়া তোমার চুল-খোঁপাতে।
বধূয়া তুমি বধূয়া ৷তুমি ছাড়া চাঁদ মিথ্যে ৷জ্যোৎস্নালো ফেকাসে ৷
সৌন্দর্য মলিন ৷তুমি ছাড়া স্বর্গও যে উদাসীন ৷
তুমি কষ্ট দিলে হারিয়ে যাব চিরতরে অদৃশ্যের গহ্বরে।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০
রোকন_হারুন বলেছেন: একটা কিছু তো হয়েছে মানে না বুঝার মতো! দোয়া চাই, যেন বুঝার মতো লেখা লিখতে পারি। ধন্যবাদ প্রিয়।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০
আরোহী আশা বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম........
আরেকটু সময় দিন........
আরো ভালো হবে
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫
রোকন_হারুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।
সেদিনের আশায় আমি । প্রিয়দের সুদৃষ্টিতে ধন্য হতে চাই...
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
কিছুই বুঝলাম না ।