| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘ঘরে বসে কেনাকাটার উৎসব’ স্লোগান নিয়ে আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকার শাহবাগস্থ পাবলিক লাইব্রেরি (সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার) প্রাঙ্গনে শুরু হচ্ছে দেশের প্রথম ‘ই-বাণিজ্য মেলা-২০১৩’। ঢাকা জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এই ই-কমার্স ফেয়ারের অয়োজক তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগৎ।
এই ই-বাণিজ্য মেলায় ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধা ৫.৩০ টায় ‘ইনফো গ্রাফিক্স প্রেজেন্টেশন অব ই-কমার্স’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারের বিষয় : ‘ইনফো গ্রাফিক্স প্রেজেন্টেশন অব ই-কমার্স’
স্থান : পাবলিক লাইব্রেরি মিলনায়তন (সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার), শাহবাগ, ঢাকা।
সময় : সন্ধা ৫.৩০ থেকে ৭.৩০
রিসোর্স পারসন :
১. মো: মনির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েটিভ আইটি লিমিটেড, গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া প্রশিক্ষক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
২. হেলালুজ্জামান অয়ন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, হাসিমুখ ডটকম ও এসইও এক্সপার্ট।
সেমিনারে যা যা থাকবে :
লেটেস্ট ইফোগ্রাফিক প্রযুক্তি, গ্রাফিক্স ও ইনফোগ্রাফিক প্রযুক্তির মধ্যে পার্থক্য, প্রেজেন্টেশন কি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কেন জরুরী, কীভাবে একটি সুন্দর গ্রাফিক্স উপস্থাপন করা যায়, গ্রাফিক্স কীভাবে পণ্যের মার্কেটিংয়ে সহায়ক হতে পারে, ই-কমার্স সাইটের জন্য কী ধরনের গ্রাফিক্স দরকার, স্যোসাল মিডিয়াতে ইনফোগ্রাফিকের উপস্থাপনা প্রভৃতি বিষয়।
যারা অংশ নিতে পারবে : এটি সবার জন্য উন্মুক্ত।
©somewhere in net ltd.