নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা লিখিবো সত্য বই মিথ্যা লিখিবো না...

সত্য ভাষণ

অতি সাধারন মানুষ

সত্য ভাষণ › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে ‘আমার দেশ’ পড়ুন বিকল্প উপায়ে

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১



অনলাইনে দৈনিক আমার দেশ পড়তে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। এর ফলে বিটিসিএল, বাংলা লায়ন, কিউবি, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল, টেলিটক, জিপির লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারীরা গত বুধবার দিবাগত রাত থেকে অনলাইনে আমার দেশ পড়তে পারছেন না। তবে বিদেশের পাঠকরা ওয়েবসাইটটি ঠিকই দেখতে পাচ্ছেন। যারা আমার দেশ অনলাইনে পড়তে পারছেন না তারা চাইলে বাংলাদেশে বসেও আমার দেশ পড়তে পারবেন প্রক্সি সাইট দ্বারা নিচে কিছু পদ্ধতি দেওয়া হলো যার একটি অনুসরণ করলেই হবে।



ব্লক করা ওয়েবসাইট দেখার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হয় তাকে প্রক্সি সাইট বলা হয়। এই প্রক্সি সাইট দিয়ে ব্লক করা বা নিষিদ্ধ সকল সাইটে সহজেই প্রবেশ করা যায়। ইন্টারনেটে এরকম শতশত প্রক্সি সাইট রয়েছে যা দিয়ে ডোমেইনের মাধ্যমে ব্লক করা সাইট দেখা যায় সহজেই। এসব সাইটে গিয়ে নির্দিষ্ট বক্সে শুধু আমার দেশ পত্রিকার ওয়েবসাইট http://www.amardeshonline.com এড্রেস টাইপ করে এন্টার চাপলেই ওয়েবসাইটি দেখা যাবে। প্রক্সি সাইটটগলির মধ্যে- http://www.freeproxy.net হল পৃথিবীর প্রথম ১০টি র‌্যাঙ্কড প্রক্সি ওয়েবসাইটের মধ্যে একটি। ইন্টারনেট ব্রাউজারে http://www.freeproxy.net লিখে এন্টার করার পর ঠিক মাঝামাঝি স্থানে একটি সার্চ করার জায়গা দেখা যাবে, সেখানে http://www.amardeshonline.com লিখে সার্চ দিলেই পত্রিকার অনলাইন ভার্সন পড়া যাবে। এই রকম আরো কিছু সাইটের ঠিকানা হলো-

http://www.zendproxy.com

http://www.pagewash.com

http://www.hidemyass.com

http://www.proxybrowsing.com

http://www.proxsafe.net

http://www.boomproxy.com

http://www.zfreez.com

http://www.proxy-server.at

http://www.hidemehere.com

http://www.zend2.com

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

ধূসর পান্ডুলিপি বলেছেন: আমার দেশ না পড়লে কি হবে? X( পড়ুম না

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

রিফাত হোসেন বলেছেন: lol

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

এম. ফয়সাল আকবর বলেছেন: অনেক ধন্যবাদ। সরকার ও বাংলাদেশের কথিত মিড়িয়া 'আমার দেশ'-এর জনপ্রিয়তায় অসন্তুষ্ট হয়ে এক নগ্ন খেলা শুরু করেছে। আমরা আশা করি, আমার দেশ বিজয়ী হবে।

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

অরিয়ন বলেছেন: 'AMAR DESH' very popular news paper. So Bakshali Dictator Gov worried . Thank you for ur info.

৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

অরিয়ন বলেছেন: 'AMAR DESH' very popular news paper. So Bakshali Dictator Gov worried . Thank you for ur info.

৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

পল্লী বালক বলেছেন: সরকার ভিন্নমতের কন্ঠরোধ করছে অন্যদিকে গণতন্ত্রের বুলি আওরাচ্ছে।

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

২৪ বলেছেন: গুড জব।

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

বিডি আইডল বলেছেন: এই সাইটটাও ভালো

https://www.pxvpn.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.