নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা.।।।।।।

১২ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩

সবার জীবনে কোন একটা সময় প্রচন্ড খারাপ যায়,

তীব্র মন খারাপ অবস্থায় যখন আপন জনেরা ও দূরে ঠেলে দেয় তখনই আমরা জীবনের বড় ভুল গুলো করে ফেলি,

কেঊ কেঊ মন খারাপের মুহুর্ত গুলো মানতে না পেরে সুইসাইডের দিকে হাত বাড়ায়,আবার কেঊ কেঊ একাকিত্বের বোঝা বইতে না পেরে নেশার পথে পা বাড়ায়,

তুমি মানুষ,তীব্র কষ্টে চোখে পানি আসা অবশ্যই স্বাভাবিক।
কিন্তু সেই কষ্ট গুলো কখনোই 'তোমার তুমি'র চেয়ে দামী নয়।

দু'একবার রেজাল্ট খারাপ হয়েছে বলে ভুলেও নিজেকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিও না,
তোমাকে মানতেই হবে-তোমার জীবনে তোমার চেয়ে দামী আর কিছুই নেই।

চারপাশের অনেকেই তোমার খারাপ রেজাল্ট নিয়ে হাসাহাসি করবে,
লাস্ট বেঞ্চের ছাত্রটাও তোমাকে এসে শান্তনা জানাবে,
আব্বু-আম্মু তোমার সাথে কথা বলা বন্ধ করেও দিবে,

তাতে কি?এই সব কিছুকেই অবজ্ঞা হিসেবে না নিয়ে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো,দাঁতে দাঁত চেপে আবার চেষ্টা করো,

আমি জানি,তুমি পারবে,অবশ্যই পারবে।
যদিও আমি ভিন্য(রক্তিম)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.