নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

কষ্টের প্রকার

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৬

কষ্ট অনেক প্রকারের হয়।
দৈহিক মানুষিক।
তবে দৈহিক কষ্টের থেকে মানুষিক কষ্টগুলো খুব যন্ত্রনা দেয়।
দৈহিক কষ্টগুলো বিভিন্ন ঔষধ সেবনে ভালো হয়ে যায়।
কিন্তু মানুষিক কষ্টের ঔষধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নি।
.
.
আবিষ্কার করতেও পারবে না কোনদিন।
মানুষিক কষ্টগুলো মানুষকে খুব জালায়।
ক্ষনে ক্ষনে পোড়ায়।
.
.
আপনার চারপাশে একটু খেয়াল করুন।
দেখবেন প্রতিটা মানুষ তার নিজের জায়গায় অসুখি।
সবাই নিজেকে সুখি প্রমান করায় ব্যস্ত।
কিন্তু আদতে কেউ সুখি নয়।
কারন প্রতিটা মানুষ চায়
সে যে অবস্থানে আছে তার থেকে আরো উচু পর্যায়ে যেতে।
এই কারনেই তারা অসুখি।
তবুও দেখবেন প্রতিটা মানুষ নিজেকে হাসিখুশি প্রমান করার কত চেষ্টা করছে।
.
.
মানুষগুলো খুব ভালো অভিনেতা।
তাদের এই অভিনয়কে আপনি সত্যি ভেবে ভুল করে বসে আছেন।
কিন্তু একটু গভীরে প্রবেশ করুন।
তাদের এই হাসি মাখা মুখের মুখোশটা সরিয়ে একটু ভীতরে প্রবেশ করুন।
দেখবেন প্রতিটা মানুষের হৃদয়ে তিল তিল করে ঠাসা আছে কষ্ট।
.
.
একেকজনের একেক কষ্ট।
তবে মানুষিক কষ্টগুলোই বেশি।
.
.
কারো কারো কষ্টের পরিমান এতোটাই বিশাল যে
তা ভাষায় প্রকাশ করার মত না।
তবুও তারা খুশি থাকার মিথ্যে অভিনয় করে।
হাজার ব্যর্থতা, না পাওয়ার বেদনা, হতাশা
সবকিছুকে লুকিয়ে রেখে তারা অভিনয় করছে প্রতিটা দিন প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড হাসিখুশি থাকার।
আসলে তাদের বাহিরের দিকটা হাসিখুশি
কিন্তু ভিতরটা রক্তিম।
.
.
সত্যিই মানুষগুলো ভালো অভিনেতা।
আপনি আমিও এর ব্যতিক্রম নই।
অভিনয় করেই যদি ভালো থাকা যায়। থাকুক না।
ক্ষতি কি?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৬ দুপুর ১:২৪

ঝালমুড়ি আলা বলেছেন: ভালো লাগল কথাগুলো ।

১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:০৪

রক্তিম বিজয় বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই মে, ২০১৬ দুপুর ২:০০

মুসাফির নামা বলেছেন: সুন্দর!

১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:০৪

রক্তিম বিজয় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.