![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ইচ্ছে করে ঐ দূর আকাশ টা একটাবার ঘুরে আসি,
মাঝে মাঝে ইচ্ছে করে আকাশের ঐ কালো মেঘে কি আছে যদি দেখা যেত কি এমন হত?
মাঝে মাঝে ইচ্ছে করে আকাশের ঐ চাঁদটা দুই হাতে জাপটে ধরি,
মাঝে মাঝে ইচ্ছে করে কল্পনার ঐ স্রোতে সারাজীবন ডুব দিয়ে থাকি,
মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর ঐ শেষ সীমানাতে গিয়ে লুকিয়ে থাকি,
মাঝে মাঝে ইচ্ছে করে দূর কিছুয় ইচ্ছে করেনা
২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:৫২
রক্তিম বিজয় বলেছেন: আমি শুনতে চাই বলেন্না আপুনি?
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:১৮
শায়মা বলেছেন: ইচ্ছে আছে বলেই বেঁচে থাকা এত সুন্দর!!!!!!!

আমার ইচ্ছেগুলোর ফিরিস্তি দিলে তো টাসকি খাবা!