নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুনআমার প্রকৃত নাম বিজয়, নিকট লোকেরাও ডাকে বিজয় নামে এই নামেই স্বাছন্দ্য বোধ করি।

রক্তিম বিজয়

আমি সেই কাব্য

রক্তিম বিজয় › বিস্তারিত পোস্টঃ

নিয়মিত দুঃস্বপ্ন দেখা অস্বাভাবিক !

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১১

আমি নির্ঘুম স্বপ্নচোর কখনো কখনো ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠি খুব ভয় পেয়ে,
মনে হয় কেউ যেন আমায় তাডা করছে,সে আমায় ছাডবেনা যতক্ষণ আমার মরণ না হয়।স্বপ্ন দেখার ভয়ে রাতে ঘুমাতে চাইনা যদি সে আবার আমায় তাডা করে।প্রত্যেকদিন একটার পর একটা দুঃস্বপ্ন আমায় ছাডচেনা বাকি শুধু মরণ।

ঘড়িতে তখন ৩ টা বাজে; রাত ৩ টা। আমার মনে হচ্ছে, কেউ আমাকে তাড়া করছে; অথবা ভয় দেখাচ্ছে। আমি প্রাণপণ চেষ্টা করছি চিৎকার করতে; দৌড়ে পালাতে। কিন্তু কোন এক অজানা শক্তি আমাকে তিল পরিমান নড়তে দিচ্ছে না। কপালে বিন্দু বিন্দু ঘাম নিয়ে চিৎকার করে উঠে বসছি। প্রতি রাতে একই চিত্র; একই আতংক! এর নাম দুঃস্বপ্ন।নিয়মিত দুঃস্বপ্ন দেখা এখন মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে আমার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২১

অরুনি মায়া অনু বলেছেন: মানুষিক সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন সব ঠিক হয়ে যাবে

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৭

রক্তিম বিজয় বলেছেন: হয়তো সেটাই বাট পারছিনা কিছুই খুব ভয়ে আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.