![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে দুর থেকে ভালবাসাই
সবথেকে পবিত্র ভালবাসা।
কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না,
কোন শারিরীক চাহিদা থাকে না ..... শুধু নীরব কিছু অভিমান থাকে,
যা কখনো কেউ ভাঙায় না।
কিছু অশ্রু বিন্দু থাকে,
যা কেউ কখনো মুছতে আসে না।
আর সবার অজান্তে আড়ালে
একটা পৃথিবী থাকে,
থাকে একটা নীল আকাশ।
যেখানে থাকে একজন রাজপূএ ও
একজন রাজকন্যা।
মনের মত করে স্বপ্নের একটা
ভুবন তৈরী করা যায় সেখানে...
মনের ভালোবাসা....
কেন যানি এমন ভালোবাসতে চাইলেও বাসা হয়না।যদিও চেষ্টা করি।তারপরেও ছুটে চলি ভালোবাসার মানুষটির কাছে ।যদি সে একটু ভালোবাসা দেয়।তবে কেউ পেয়ে আনন্দে আত্বহারা হয়ে পড়ে -আর কেউ তার সবচেয়ে ভালোবাসার মানুষটির অবহেলা নিয়ে মন থেকে ভালোবাসার চেষ্টা করে।যদিও আঘাত অনেকটাই পাই। যতটুকু বঝলাম বাবুনিকে ভালোবাসার পর কিছূটা অনুভুতি কাজ করছে।যা কিনা আগে কখনো হয়নি।কারন সে আমাকে অনেক অবহেলা করে চলে আমি বুঝতে পারি।তাকে একবার বিদায় দেবার জন্য আমাকে বারবার বলতে হয় বাই---আর সে একবারে বলে দেয় বাই ।এখানে একটু মন দিয়ে ভাবলে বুঝা যায় আমার প্রতি তার কোন ফিলিংস নেই।যতক্ষন তার সাথে কথা বলি প্রতিটার সাবজেক্সট আমাকে শুরু করতে হয়।মনে হয় কোন কলা গাছের সাথে কথা বলছি।যেমন কলা গাছকে ঝাকনি দিলে একটু ঝেকে উঠে ঠিক তেমনি সেও তাকে কোন কথা প্রশ্ন করলে হুমম -না ...এটাই বেশির ভাগ সে আমার সাথে করে।তার পরেও মনে হয় তার প্রতি আমার ভালোবাসাটা এতটাই হয়ে গেছে তার সাথে কথা না বলা র্পযন্ত আমার ভালোই লাগেনা।তাহলে কি বলা যায় আমার ভালোবাসাটা এক পক্ষ থেকে ?হ্যা আমার তাই মনে হয়।
আসলে ভালোবাসা একপক্ষ থেকে হয়না।ভালোবাসতে দুজনের সম্মতি লাগে দুটি মন এক হতে হয়।আমি কি চাই সে কি চায় ।উভয় কেই বুঝে নিতে হয়।যদিও মিথ্যা বলা ঠিক হবেনা সেও আমার সাথে কথা বলে -তবে মনে হয় তার বাকি বন্ধূদের সাথে যেভাবে কথা বলে ঠিক তেমনি আমার সাথেও।
কিন্তু আমার চাওয়া এমন ছিল না । ছিল একটু বেশি ।কারন আমি তাকে ভালোবাসি পৃথিবীর সবথেকে বেশি ।তাই আমারো তো ইচ্ছে নামট একটা শব্দ আছে যা তার কাছে পেতে চায়।আমি চাইনা অন্যান্য প্রেমিক প্রেমিকাদের মত তার সাথে র্পাকে বসে আড্ডা দিতে ,আমি চাইনা তার সাথে দামি কোন রেস্ট্রুরেন্টে বসে আড্ডা দিতে ,আমি চাইনা -এখন কার সেই ভালোবাসা যা কিনা ভালোবাসার মানুষটির দেহটাকেই পছন্দ করে।
আমি চাই তার সব কষ্টের ভাগগুলো -আমি চাই আমার সব সুখের ভাগ গুলো দিতে ।
আমি চাই আমি যখন বলি লাঞ্চ করেছো--উওরে যেন বলে হ্যা আমি খেয়েছি-তুমিও খেয়ে নাও।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
রক্তিম বিজয় বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
রক্তিম বিজয় বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো লেগেছে। তবে লেখার বিন্যাসটা আরেকটু সুন্দর হলে পড়তে ভালো লাগতো।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
রক্তিম বিজয় বলেছেন: ধন্যবাদ চেষ্টা করবো
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪
প্রামানিক বলেছেন: ভালো পোষ্ট।