![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অবুঝ,
কখনো ভালবাসার মানে বুঝিনি
আমি অসত,
তাই ভালবাসা চাইনি-
তবে----, ভুলের মাশুল দিতে হয়েছিল সেদিন
যেদিন আমার হাতে দুটি গোলাপ ছিল তোমার দিকে চেয়ে,
অথচ তুমি ভেবে নিলে অন্য কাউকে দেবার জন্য এনেছি।
বিশ্বাস তোমার কখনোই হয়নি-
আমি ভালবাসা হারিয়ে বুঝেছি,
আমি কষ্ট সয়ে কেঁদেছি,
আমি বুক ভাসিয়েছি শুধু তোমার কথা ভেবে।
কিন্তু হায়! নিয়তি- আমায় বেছে নিল,
তোমার থেকে দূরে সরিয়ে।
আজ অযথাই স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
আশার বালুচরে।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !