![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদেশ ভ্রমন অনেকেরই শখ । বিদেশ ভ্রমনে অনেক বিরম্বণারও শিকার হতে হয় ।
২০০৬ সালে দক্ষিন কোরিয়ার ওযাংবো শহরে ফুটপাত দিয়ে হাটছি । ডিসেম্বর মাস, প্রচন্ড শীত । রাস্তার দু,ধারে বরফের স্তুপ । একজন হকার ফুটপাতের বরফ সরিয়ে শীতের কাপড় নিয়ে বসেছেন । কয়েকজন রাশিয়ান শীতের কাপড় নাড়াচাড়া করে দেখছেন, আমিও দাড়িয়ে কাপড় নাড়াচাড়া করে দেখছি । আমার গায়ের রং এমনিতেই ফর্সা, তার উপর বরফ ঠান্ডায় একেবারে সাদা । হঠাৎ করেই একজন কোরিয়ান লোক আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস হ্যালো ফ্রেন্ড how are you ? আমি বললাম good. কোরিয়ান লোকটি আমাকে সম্ভবত রাশিয়ান ভেবেই কথা বলতে চেয়েছিল ! তারপরের প্রশ্ন, you are from ? বললাম, from Bangladesh. আমার উত্তর শোনার পর লোকটি ভুত দেখার মত চমকে উঠল । তার হাস্যোজ্জল চেহারাটি সাথে সাথেই পাল্টে গেল । Sorry, বলে লোকটি অন্য দিকে চলে গেল, আমিও চলে এলাম ।
গত সপ্তাহে ইন্ডিয়ার শিলং থেকে ঘুরে এলাম । তামাবিল বর্ডার থেকে শেয়ারিং সুমোতে প্রকৃতি দেখতে দেখতে এবং অন্য যাত্রীদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি । সুমোতে আমি একাই বাংলাদেশী । অন্যরা সবাই খাসিয়ান । আমার পাশের যাত্রী একজন খাসিয়ান মহিলা বলল, শিলং থেকে অনেক টুরিষ্ট আসে Dawki তে । Dawki হল আমি যেই এলাকা ক্রস করছি সেই এলাকার নাম । আমাকে মহিলার ফোন নাম্বার দিয়ে, ফেরার পথে এই এলাকার টুরিষ্ট পয়েন্ট গুলো দেখে যেতে বলল । এখানে একটা গ্রাম আছে যেটা নাকি এশিয়ার ক্লিনেষ্ট ভিলেজ নামে পরিচিত ।
মহিলা মাঝপথে নেমে গেল আর আমাকে বলল, এই এলাকার সব গুলো পয়েন্ট সে আমাকে ঘুরিয়ে দেখাবে । শিলংয়ে পাচ ছয়দিন কাটিয়ে সেই মহিলাকে ফোন দিলাম, আমি ফিরছি । মহিলা বলল, সে আরও দুইজন বন্ধুকে নিয়ে নির্দিষ্ট ষ্টেশনে আমার জন্য অপেক্ষা করছে ।
আমরা চারজনে মিলে একটা জিপ গাড়ি নিয়ে সারাদিন ঘুরে বেড়ালাম । আমি তাদেরকে বললাম, সন্ধের দিকে আমি বাংলাদেশ প্রবেশ করব । তারা আমাকে অনেক অনুরোধ করল Dawki তে আর একদিন থাকতে । খাসিয়াদের আতিথেয়তায় আমি মুগ্ধ । অবশেষে চল্লিশ কিলো পথ পাড়ি দিয়ে তারা বর্ডারে আসল আমাকে বিদায় জানাতে ।
তখন সময় সন্ধা সাতটা । যথারীতি বিএসএফ আর কাছে গেলাম বর্ডার পার হওয়ার জন্য । বিএসএফ বলল আজকের জন্য ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে । কাল সকাল ছাড়া ওপার যাওয়া যাবে না ।
খাশিয়ান বন্ধুরা রাতে তাদের বাড়ীতে থেকে সকালে বর্ডার ক্রস করে বাংলাদেশ যেতে বলল । অগত্যা জিপে ফেরত চললাম খাশিয়ানদের বাড়ির উদ্দেশ্যে । পথে অনেক কথার মাঝে ধর্ম নিয়ে কথা উঠল । আমাকে বলল তোর ধর্ম কি ? বললাম, মুসলিম ! হঠাৎই বদলে গেল সবকিছু । যা দেখলাম তাদের চেহারায় তা হুবুহু মিলে গেল ২০০৬ সালে দেখা সেই কোরিয়ানের মুখচ্ছবি !
অবশেষে খাসিয়ারা স্থানীয় একটি হোটেলে ঐ রাতে আমার থাকার ব্যবস্থা করে বিদায় নিল ।
©somewhere in net ltd.