![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে বাউটনের অনুরোধে সম্রাট শাহজাহান ইংরেজ কোম্পানীকে বাংলাদেশে আংশিক বানিজ্যের অধিকার সম্বলিত শাহী ফরমান প্রদান করেন । তারপরের ইতিহাস আপনাদের সকলের জানা, উপমহাদেশের ক্ষমতা ইংরেজদের হাতে । ইংরেজদের সহায়তা করেছিল ক্ষমতা লোভী মীর জাফর ও তার দোষররা ।
ইংরেজদের হাতের পুতুল হয়ে ক্ষমতা ঠিকই পেয়েছিলেন, প্রতিদানে আমাদেরকে উপহার দিয়েছিল দুইশত বছরের পরাধীনতা ও অসংখ্য দেশ প্রেমিকের অকাল মৃত্যু ।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘গ্রামছাড়া’ করার হুমকি দিয়েছেন তাঁর সংসদীয় এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ইনুকে ‘অবাঞ্ছিত’ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ বুধবার বিকেলে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ হুঁশিয়ারি দেন।
ইনু সাহেব তার জীবনে কোন নির্বাচনে জয় লাভ করেনি, এলাকাবাসীর তথ্য মতে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পদেও তিনি ভোটের মাধ্যমে জয়লাভ করতে পারবেন না অথচ তিনি বর্তমান সরকারের তথ্য মন্ত্রনালয়ের মন্ত্রী । তিনি কি দেশ ও জনগণের দায়িত্ব রক্ষা করবেন, না কি তাকে যারা ক্ষমতায় বসিয়েছেন তাদের স্বার্থ রক্ষা করবেন ?
জঙ্গি-সন্ত্রাস দমনে বাংলাদেশ-ভারত একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার দুপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে সাংবাদিকদের একই কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারত একাত্তরের যুদ্ধ থেকে পুরোনো বন্ধু। মাঝখানে অনেক চড়াই-উতরাই গেছে। এখন শেষ দিকে শেখ হাসিনার নেতৃত্বে সাত বছর ধরে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরও গভীর ও সম্প্রসারিত হয়েছে।’
সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য দিল্লি ও ঢাকার ঘনিষ্ঠ সহযোগিতা দরকার জানিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, ‘সে ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে আমরা একসঙ্গে কাজ করব। এ ছাড়া উন্নয়ন, গণতন্ত্র এবং গণমাধ্যমের প্রসারে আমরা পরস্পর পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করব। সবাই সবাইকে সহযোগিতার মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শান্তির উপমহাদেশ গড়ার জন্য একসঙ্গে কাজ করব।’হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনের উন্নয়নের রূপরেখা ও এর প্রতিবন্ধকতা, সন্ত্রাসী অপতৎপরতা মোকাবিলা এবং এ বিষয়গুলোতে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।’
সন্ত্রাস দমনে বাংলাদেশ ভারতের কাছে কোনো ধরনের সহযোগিতা চেয়েছে বা চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের বহু রকমের চুক্তি আছে। মনে রাখবেন, তথ্যের আদান-প্রদানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-ভারত একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করব।’
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভারতের কোনো বিশেষ পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে ইনু বলেন, ‘সন্ত্রাসবাদ বিশ্বের সমস্যা, দক্ষিণ এশিয়ার সমস্যা, বাংলাদেশের সমস্যা, ভারতের সমস্যা। এ সমস্যা আমরা যৌথভাবে মোকাবিলা করব। ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী হস্তান্তর প্রক্রিয়া সহজ হয়েছে। এ জন্য সাম্প্রতিককালে মন্ত্রিসভা বৈঠকে চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রিয় বন্ধুরা আমার, ভারতের সাথে সীমান্ত আছে এমন একটি দেশের নাম বলতে পারবেন যাদের সাথে ভারতের সম্পর্ক ভাল ? আজকেও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশীর মৃত্যুর খবর দেখলাম ।
ইংরেজরা বাংলাদেশকে শাষণ করেছে Rule and divide এর নীতিতে । স্বাধীনতার চল্লিশ বছর পর আমরা আবিস্কার করলাম স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ শক্তি । আমাদের এই আবিস্কার কিসের ইংগিত ?
নেপালের শতকরা ৯০ ভাগ লোক হিন্দু ধর্মাবলম্বী । নেপালীরা সকল হিন্দী সেটেলাইট চ্যানেল তাদের দেশে বন্ধ করেছে ।
ভারতের বিরুেদ্ধে লেখায় আমাকে আবার বিনপি ও জামায়াতের লোক বলে ভাববেন না । সদ্য সমাপ্ত ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে আমার এক নিকট আত্নীয় চেয়ারম্যান পদে পাশ করেছেন । কিভাবে পাশ করেছে তার বর্ণনা নাই বা শুনলেন ।
আপনার প্রত্যেকের নিজস্ব এলাকায় লক্ষ করুণ । যারা সমাজের নেতৃত্বে আছেন তারা কি ভাল মানুষ ?
প্রিয় বন্ধুরা আমাদের দেশকে আমাদেরকেই রক্ষা করতে হবে । বন্ধু বন্ধুই, নিজের ঘরের দেখভালের দায়িত্ব বন্ধু নিতে পারে না ।
২| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪১
সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
বর্তমান এবং অতীত রাজনীতি বাংলাদেশের ভবিষ্যতের জন্য উপযুক্ত নয় । একটা ভূলের অনেক মুল্য দিতে হয় । স্বার্থের চিন্তা করে কোন কাজ করলে অন্যের উপকার করা যায় না বিশ্রীন্খলা সৃষ্টি করা যায় ।
নিজের ঘরের দেখভালের দায়িত্ব বন্ধু নিতে পারে না । এই সত্যটা মানুষের মগজে ঢোকানোর উপায় কি ?
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮
প্রামানিক বলেছেন: প্রিয় বন্ধুরা আমাদের দেশকে আমাদেরকেই রক্ষা করতে হবে । বন্ধু বন্ধুই, নিজের ঘরের দেখভালের দায়িত্ব বন্ধু নিতে পারে না ।