নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন চলার পথে অনেক কিছু দেখেছি জেনেছি । অনেক দিন থেকেই লেখার চেষ্টা করছি কিন্তু সাহস পাই না । অবশেষে সিদ্ধান্ত নিলাম ভাল, খারাপ যাই হোক লিখব । ব্লগের সকলের সহযোগিতা চাই ।\n

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন)

৯৯৯

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরের শপথ

০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৪:১৫

নতুন বছরে সকলকে স্বাগতম ।
২০১৬ শেষ হয়ে গেল । ভাল মন্দ, হাসি কান্না, সুখ দুঃখ সবই এখন অতীত । ভাল মন্দ, ভূল ভ্রান্তি নিয়েই মানুষ ।
২০১৭ হবে আশা আকান্খার বছর । গত বছরের ভূল গুলো বাদ দিয়ে, ভাল কাজ গুলো সাথে নিয়ে নতুন বছর শুরু করব । যেন নিজের ভুলের জন্য অন্যের ক্ষতি না হয় । মানুষ হিসেবে শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে গড়ব । জাতী হিসেবে শ্রেষ্ঠ জাতী হওয়ার প্রতিযোগীতায় নিজেদের নাম লেখাব । (নাম লেখাব এই জন্যই বললাম প্রতিযোগিতায় নামার আগে নিজেকে তৈরী করতে হয়) ।

মনে করুন একজন মানুষের বয়স ত্রিশ বছর, সে তার এই বয়সে বেশীর ভাগ সময়ই খারাপ সঙ্ঘে কাটিয়েছেন । হঠাৎ করে তার ভাল ভাল হওয়ার শখ হল । এটা কি সম্ভব ?
যে দীর্ঘ সময় সে খারাপ প্রেকটিস করেছে তার অর্ধেক সময় হলেও তাকে ভাল প্রেকটিস করতে হবে যদি তার ইচ্ছা শক্তি থাকে প্রবল ।
প্রত্যেক পিতা মাতাই চায় নিজের সন্তানকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলতে । কিন্ত তারাই সফলকাম হয় যারা সঠিক দিক নির্দেশনা দিতে পারে ।

আমার এক বন্ধু Bangladesh Bureau of Educational Information and Statistics এ ডাটা এন্ট্রির কাজ পেয়েছে । বিল উঠানোর দিন সে আমাকে সাথে নিয়ে গেল । আমরা একাউনটেন্টের রুমে বসলাম । একাউনটেন্ট সাহেবের সাথে আমার বন্ধুর খুব ভাল পরিচয় । উনি আমার সাথে পরিচিত হলেন (মুখ ভর্তি সুন্নতি দাড়ি) এবং বললেন ভাই একটু বসেন নামাজটা পড়ে আসি । বন্ধু আমাকে বলল গত সপ্তাহে উনি হজ্ব করে এসেছেন । কাজের বিল চেকে দেওয়ার নিয়ম । একাউনটেন্ট সাহেব নামাজ শেষ করে এসে বিল দিলেন চেক নয় ক্যাশ । অফিসের জন্য ৩০% রেখে বাকি টাকাটা বন্ধুকে দিলেন ।
এই একাউনটেন্ট সাহেবের চেহারা (দাড়ি টুপিতে) একজন ইমাম সাহেবের চাইতেও সুন্দর । উনারও স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন আছেন । তারা অবশ্যই জানেন উনার অবৈধ উপার্জনের কথা কিন্তু কারও মধ্যে কোন হীনমন্যতা নাই। এটা কোন অপরাধ না, এটা আমাদের দেশের সিস্টেম ।
একজন খারাপ মানুষের সংগে যখন আমার সম্পর্ক থাকবে তখন অবশ্যই ভাবতে হবে আমিও খারাপ নয়ত কোন খারাপ স্বার্থের কারনে খারাপের সাথে আমার সম্পর্ক সর্ম্পকীত ।

আমাদের দেশের বেশীর ভাগ মানুষই জানেন তাদের বাবা, মা, বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন কোন না কোন ভাবে অবৈধ উপার্জন করছেন, কিন্তু এতে কারও কোন সমস্যা নেই । বরং আত্মীয়তা করার সময় অবৈধ উপার্জনের কথা জানলে আমরা আরও নিশ্চিন্ত বোধ করি অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে ।

আমাদের দেশে সততার বড় অভাব । কিন্তু বাংলাদেশীদের আছে কর্ম স্পৃহা । বাংলাদেশেরই একজন নীতিহীন মানুষ যখন প্রবাসে আসেন, সে কোন চুরি বা চিটারির কথা চিন্তা করেন না কারন সেখানে সেই সুযোগ খুবই কম। সে শুধু খুজে কাজ ।
বর্তমানে বাংলাদেশের যতটুকু উন্নতি হয়েছে তার বেশীর ভাগ প্রবাসীদের শ্রম আর ব্যক্তি মানুষের আকান্খা । সরকারের কোন অবদান নেই । এখন বাংলাদেশে অনেক বড় বড় প্রকল্পের কাজ হচ্ছে, এগুলো যতট না দেশের জন্য তার চেয়ে বেশী সরকারের নিজের নিরাপত্তার জন্য ।
মনে করুন, আপনার মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে, পাওয়ারে থাকা দলের একটা বখাটে ছেলে আপনার মেয়ের শ্লীলতাহানী করল । আপনি কি এর বিচার পাবেন ?

আমাদের দেশের নেতারা্ই দেশ চালান । সেটা আওয়ামী লীগ হোক আর বিনপি হোক বা অন্য কোন দলের লোক হোক ।
সারাদেশে এখন আর কোন দলের কোন সমর্থক নাই, সবাই নেতা । আর রাজনীতি চলে চামচামীর উপর । চামচামীর উপর প্রমোশন নির্ভর করে । নেতা যা বলবে সেটাই ঠিক । ভূল হলেও ঠিক । কেউ নেতার বিরুদ্ধে প্রতিবাদ করলে অন্য কেউ তাকে সমর্থন করবে না । প্রতিবাদী ব্যক্তির রাজনীতি শেষ হয়ত জীবনও শেষ । ব্যক্তি চামচামী এখন রাষ্ট্রীয় চামচামীতে পৌছেছে ।

এগুলোকেই বলে নীতি হীনতা । একটা জাতীর উন্নতির প্রথম শর্ত হল নৈতিকতা ।
আর এ কারনেই আমাদেরকে নতুন একটা নৈতিকতার শিক্ষায় শিক্ষীত প্রজন্ম তৈরী করতে হবে য়ারা অন্যের সাহায্য ছাড়া নিজেরাই দেশকে গড়তে পারবে নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারবে ।
অসৎ মানুষের দ্বারা কোন সৎ কাজ হতে পারে না ।

ব্লগার ভাইয়েরা, আপনারা কেউ কবিতা লেখেন, গল্প লেখেন, সম সাময়ীক বিষয়ের উপর লেখেন । আপনাদের লেখনীর মাধ্যমেই পারেন নতুন একটা সৎ প্রজন্ম গড়ে তুলতে যারা আমাদের জাতীকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ প্রমান করতে পারবে ।
একমাত্র একটা সৎ নতুন প্রজন্মই পারে আমাদের এই বিশৃংখল জাতীকে সুশৃংখল জাতীতে পরিণত করতে ।






মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৬

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন , ভাল লাগল ।


ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
নতুন বছরের শুভেচ্ছা রইল । সম্ভাবনার নতুন বছর সফলতায় ভরে উঠুক ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা±

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ও ভালবাসা রইল ।
অনেক ব্যস্ততার জন্য লেখায় সময় দিতে পারি না ।
আপনার লেখা আমার ভাল লেগেছে । সমাজ পরিবর্তনের জন্য কিছু লিখবেন ।
নতুন বছরে আপনার সফলতা কামনা করছি ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ২:২৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.