![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজত ইসলামের নেতা আল্লামা আহাম্মদ শফী এক সময় নারীদেরকে তেতুলের সাথে তুলনা করেছিলেন । তিনি বলেছিলেন তেতুল দেখলে যেমন জিভে পানি আসে তেমনি মেয়েদের দেখলেও পুরুষের জিভে পানি আসে । তার এ বক্তব্যের জন্য অনেক সমালোচনা হয়েছে । আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক কিছু বলেছিলেন । সেই শেখ হাসিনাই এখন আবার হেফাজতের সাথে জোট বেধেছেন । তিনি কি আসলে ধর্মে বিশ^াসী নাকি ক্ষমতায় বিশ^াসী !
কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি সবসময়ে নিরাপত্তার বলয়ে আবৃত । তিনি অনেক কিছুই বলতে পারেন । আমাদের বর্তমান সমাজে সাধারণ মানুষ কি ধর্ম নিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে ?
এই প্রশ্নের জবাবের আগে জানা প্রয়োজন ধর্ম আসলে কী ? চুম্বকের ধর্ম যেমন আকর্ষণ করা, মানুষের ধর্ম তেমনি বিশ^মানবতা, মানুষের প্রতি প্রেম এবং ভালোবাসা । এরকম হলে কোনো আপত্তি ছিল না । কিন্ত প্রাতিষ্ঠানিক ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, পরস্পরের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয় । কার ইশ^র সত্য, কার ধর্ম সত্য এই সব কোন্দলে এই পর্যন্ত কোটি কোটি মানুষের জীবন চলে গেছে, অনেক রক্ত ঝরেছে । তাই প্রাতিষ্ঠানিক ধর্মগুলো মানব ধর্মের এবং মানবতার বিরুদ্বে ।
দুই ধরনের নাস্তিক আছেন, দুই দলই মনে করেন ধর্ম মানব সমাজের জন্য ক্ষতিকর । এদের একদল মনে করেন ধর্ম এতনিতেই ধ্বংস হয়ে যাবে সময়ের প্রয়োজনে, তার জন্য কিছু করার প্রয়োজন নেই । আরেক দল মনে করেন ধর্মকে ধ্বংস করতে কাজ করতে হবে । আঘাত করতে হবে । তবে সেটা কোন শারীরিক আঘাত নয়, লেখার মাধ্যমে নিজেদের যুক্তি তলে ধরে কোনো মতবাদ কে ভ’ল ও মিথ্যা তা দেখিয়ে দেয়া যায় ।
২| ১১ ই মে, ২০১৭ রাত ১২:১০
জল্লু ঘোড়া বলেছেন: লেখাটায় আপনার বক্তব্য কোনটা? আপনি কি বুঝাতে চেয়েছেন কিছুই পরিষ্কার না।
অনাবৃত নারীরা অবশ্যই তেঁতুলের মত। আবার কিছু আবৃত নারী আছে যাদের চলাফেরা তেঁতুলের চেয়েও আকর্ষণীয়।
নাস্তিকরা শুধু কোন্দল ছাড়া আর কিছু করতে পারে না।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৭ রাত ১১:০৪
সত্যের ছায়া বলেছেন: আপনার কি অবস্হা?