![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক ভাই তার ব্লগে লিখেেছেন মানুষ চাই । তিনি মানুষ খুজছেন । সত্যিই আজ মানুষের বড় আকাল ।
জাতি হিসেবে বাংলাদেশী বা বাঙ্গালী যাই বলি, আমরা খুবই নিম্ন পর্যায়ের একটি জাতি ।
এখনই একদল, যারা খুব উন্নত জাতের বাংলাদেশী বা বাঙ্গালী বলে নিজেদের মনে করেন তারা আমার উপর ঝাপিয়ে পড়বেন ।
আমরা যারা বাংলাদেশের আলো বাতাস ও পারিপার্শ্বিকতায় বড় হয়েছি তাদের কাছে ভাল খারাপের মুল্যায়নটা অস্পষ্ট । কিছূ লোক আছে সবজান্তা । নিজের অজ্ঞতাকে আমরা স্বিকার করতে জানি না । সঠিক কোন স্বপ্ন দেখতে জানি না ।
নিজেদের মধ্যে কামড়া কামড়ী করে, লুট পাট করে, ন্যায় অন্যায়ের তোয়াক্কা না করে কার চাইতে কে বড় সেই আশ্ফালন দেখাতে ব্যস্ত ।
সরকার এখন দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়ে চলেছেন । রডের বদলে বাশ দিচ্ছেন সেটাও উন্নয়ন । জনগনের টাকার লোটপাটের মহা উৎসব চলছে, সেটাও উন্নয়ন ।
সরকার ও প্রশাসনের এমন একটি জায়গাও নেই যেখানে জনগনের ভরসা আছে । অথচ এই সরকার ও প্রশাসনের উপরই দেশকে পরিচালনার দায়িত্ব ।
স্বাধীনতার চুয়াল্লিশ বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কোন সরকারই নৈতিকতা, স্বচ্ছতা ও ন্যায় পরায়নতার পরিচয় দিতে পারেনি ।
আমরা কি মনে করি সবকিছু অলৌকিক ভাবে ঠিক হয়ে যাবে ? নাকি আমাদের অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে ?
সকল পরিবর্তনের জন্য দরকার আন্দোলন, মানুষ গড়ার আন্দোলন...
২| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৯
সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: পৃথিবীটাকে এখন বলে গ্লোবাল ভিলেজ । একটা জাতি উন্নত হয় তার উন্নত মন মানসিকতার মধ্য দিয়ে । উন্নত বিশ্বের মানুষদের ভাল দিক গুলো আমাদের শিখতে হবে । নতুন প্রজন্মকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ।
৩| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩
ভুয়া মফিজ বলেছেন: জাতি হিসেবে বাংলাদেশী বা বাঙ্গালী যাই বলি, আমরা খুবই নিম্ন পর্যায়ের একটি জাতি । খুবই খাঁটি কথা। দেশে থেকে মোটামুটি বোঝা গেলেও দেশের বাইরে উন্নত বিশ্বের কোন দেশে আসলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। দুঃখের বিষয় হলো আমাদের নেতা-নেত্রীরা টের পান না, কিংবা পেলেও কাউকে বুঝতে দেন না। ব্যক্তিগত লাভ-লোকসানের হিসাব তো মিলাতে হবে!
৪| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৭
প্রোলার্ড বলেছেন: আমরা এখন উন্নয়নের মহা সড়কে উঠে পড়েছি । কার সাহস আছে আমাদেরকে পথচ্যুত করবে ?
৫| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: জাতি হিসেবে বাংলাদেশী বা বাঙ্গালী যাই বলি, আমরা খুবই নিম্ন পর্যায়ের একটি জাতি ।..........আপনার এই বক্তব্যের সাথে আমি তিব্র ভাবে দ্বিমত পোষণ করছি। আমি ছোট মানুষ, তবু বাংলার আনাচে কানাচে ঘুরার অভ্যাসটা আমার খুব আছে। সাধারণ মানুষদের আতিথেয়তায় সব সময়ই মুগ্ধ হতে হয়েছে। রডের বদলে বাশ দেওয়া লোক এদেশে খুবই কম পাবেন, এতো অল্প সংখ্যক লোকের কলংক বৃহৎ অংশের উপর চাপিয়ে দেওয়াটা নিশ্চিৎ ভাবে আমি বলবো অন্যায়।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪১
সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: ভাই সাদা মনের মানুষ, আপনার মত আমরা সকলে যেন সাদা মনের হতে পারি সেই শুভ কামনা রইল । দেশের বৃহৎ অংশ যদি ভাল হত তাহলে আজকে দেশের এই বিশৃংখল অবস্থা হত না । দেশের কোন্ সেক্টরে সুশৃংখল ভাবে কাজ হচ্চে ?
৬| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
ভুয়া মফিজ বলেছেন: @ সাদা মনের মানুষ অাপনি আসলেই সাদা মনের মানুষ। অাপনি অনেক ঘোরাঘুরি করেন জানি। সাদা মনের মানুষ হিসাবে আপনি সবকিছুকে সাদা ভাবে দেখবেন, স্বাভাবিক। আমার আব্বার ট্যুরের চাকুরী ছিল। আমার গবেষণা সংস্থা এবং এনজিও এর চাকুরী আর সর্বোপরি ঘোরার নেশা, সবমিলিয়ে ৬৪ টা জেলার ৬০ টাতে আমি খুব ভালোভাবে ঘুরেছি, একেবারে গ্রাম পর্যায়ে, একাধিকবার। অসংখ্যবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছি গ্রাম-ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার-সাধারণ মানুষের। কিন্তু end of the day এই চেয়ারম্যান-মেম্বাররা কি করে তো জানেনই। আর একজন সাধারণ মানুষকে টাকা কিংবা ক্ষমতা দেন, পুরাই বদলে যাবে। আমাদের সমস্যা মানসিকতায়। ব্যাতিক্রম অবশ্যই আছে, তবে সেটা ব্যাতিক্রমই। শুধু আতিথেয়তা দিয়ে কি হবে? দেশের এই অবস্থার জন্য আমরা সবাই দায়ী, কম আর বেশি। উন্নয়ন, মানসিকতার দারিদ্রতা এগুলো তুলনা না করলে নিজেদের অবস্থান বুঝা যায় না। তাই অন্যদেশের সাথে তুলনা করা জরুরী। আপনার মতো আমিও পজিটিভলি ভাবতে চাই, কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন।
আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬
সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: আপনার সুন্দর মুল্যায়নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
"সকল পরিবর্তনের জন্য দরকার আন্দোলন, মানুষ গড়ার আন্দোলন..."
-মানুষ গড়ার পদ্ধতিটা কি?