নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় আমি।

রোলেন

যখনই কিছু লিখতে বসি। শুধু লিখি আর কাটি লিখি আর কাটি। শেষে পুরো কেটে দিই। আর পোষ্ট করা হয় না। মনের কথা মনেই থাক। বলে আর কি হবে। বলে দিলেই সব শেষ।

রোলেন › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালী নাম করনের সূত্রপাত

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

কয়েকদিন পূর্বে আমার এক বন্ধু ছোট খাট এক চাকুরির ইন্টারভিউ দিতে গিয়ে এমন এক প্রশ্নের সম্মুখিন হল যার, উত্তর তার জানা ছিল না। একটু ভেবে যখন সে বলতে গেল স্যার ভু.....লে গেছি। শুধু ‘ভু’ পর্যন্ত বলা শেষ না হতেই স্যার সাথে সাথে বললেন হ্যা ঠিক আছে তো, ‘ভুলুয়া’। চাকরিটা তার হয়েছে, মজার বেপার হল প্রশ্নটা ছিল নোয়াখালীর পূর্ব নাম কি? এখন সে মাঝে মধ্যে কৌতুক করে বলে- দেখলি আমরা এমন এক জেলায় বাস করি যেখানে উত্তর ভুলে গেলেও ঐটাই উত্তর হয়।
কিন্তু এই ভুলুয়া থেকে ভুলে কীভাবে যে নোয়াখালী হয়ে গেল, তার একটা ইতিহাস জেনে নিই । পনেরশ শতকের শেষের দিকে ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহ ভাবে প্লাবিত হয়। এতে ফসলি জমি, ঘরবাড়ি গৃহপালিত পশু পাখির ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই অবস্থা থেকে পরিত্রানের জন্য উপায় হিসেবে ১৬৬০ সালে সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে একটি বিশাল খাল খনন করা হয়। যা পানি প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ‘নোয়া’ (নতুন) ‘খাল’ বলা হত। এর পরিপেক্ষিতে কালের বিবর্তনে ‘ভুলুয়া’ নামটি পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে নোয়াখালী নামে পরিচিত লাভ করে। পরে ১৭২১ খ্রিষ্টাব্দে ইংরেজ সরকার ভুলুয়ার নাম পরিবর্তন করে নোয়াখালী নামকরণ করেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

আজমান আন্দালিব বলেছেন: দারুণ তথ্য তো! নোয়া খাল থেকে নোয়াখালী...

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

রোলেন বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন
:)



০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

রোলেন বলেছেন: বিকিশত করিতে পারিয়া ধন্য হইলাম

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

মহাবিরক্ত বলেছেন: ব্যাপক জ্ঞানমূলক পোস্ট :D

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

রোলেন বলেছেন: :D :D

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৬

মাক্স বলেছেন: জানতাম না এই তথ্য!

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

রোলেন বলেছেন: এবার জেনে উদ্ধার করুন

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:১১

টানিম বলেছেন: আইটেম লেখা । ভালো নাগছে ।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

রোলেন বলেছেন: ধন্যবাদ

৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

ফার্ুক পারভেজ বলেছেন: এ প্রশ্নটা আমার অনেকদিনের...........প্রতিনিধি বলে কথা ;)
তথ্য ভূল না হলে হলে উত্তর পাওয়া গেছে.........থেংকু

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

রোলেন বলেছেন: থেংকু B-) B-)

৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

ফার্ুক পারভেজ বলেছেন: ভাই ও কি প্রতিনিধি নাকি?

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

রোলেন বলেছেন: প্রতিনিধি না

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

ইখতামিন বলেছেন:
প্রিয়তে

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

রোলেন বলেছেন: ধন্যবাদ

৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৮

রঁমাকান্তকামারঁ বলেছেন: জানতামনা !!

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

রোলেন বলেছেন: জানতে পারছেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.