নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় আমি।

রোলেন

যখনই কিছু লিখতে বসি। শুধু লিখি আর কাটি লিখি আর কাটি। শেষে পুরো কেটে দিই। আর পোষ্ট করা হয় না। মনের কথা মনেই থাক। বলে আর কি হবে। বলে দিলেই সব শেষ।

রোলেন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম সফল ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬



ক্রাউড ফান্ডিং করে টাকা জোগাড় হবে! সেই টাকা দিয়ে ভর্তি হওয়া যাবে এটা এক দূরহ বেপার। যেখানে কোনো পত্রিকা বা অনলাইন মিডিয়ার বিন্দু মাত্র প্রচারনা নেই। অনেকেই জানে না ক্রাউড ফান্ডিং এর ব্যবহার। ঠিক সেখান থেকে শুরু করে একটি ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন সফল করেছে অপরাজয়।


অপরাজয় হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত প্রথম ও একমাত্র ডিজিটাল ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। ক্রাউড ফান্ডিং কি এবং এটা কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় নিয়ে আমার পূর্বের দেয়া আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এখানে ক্লিক করুন

গত ০৩ অক্টোবর ২০১৮ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা সংগ্রহ করতে আমাকে সাহায্য করুন শিরোনামে একটি ক্যাম্পেইন করে রায়হান মিয়া। তার ভর্তি, হোস্টেল ফি, আসা যাওয়া সহ আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ১৫,০০০/- (পনের হাজার) টাকা তুলতে ক্যাম্পেইন করে। সে এই বছর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‌‘খ’ ইউনিটে মেধা তালিকায় ১৬৫ তম হয়ে উত্তীর্ণ হয়। এছাড়া রায়হান মিয়া ২০১৫ সালে ঠাকুরগাঁও রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

ক্যাম্পেইন শেষ হয় ২৫ অক্টোবর ২০১৮ ইং তারিখে। ক্যাম্পেইন শেষে রায়হান এর তহবিলে জমা হয় ১৪,১৬৫ টাক। সর্বমোট ৩৮ জন ডোনার তাকে এই টাকা ডোনেট করে। এই টাকা গুলো ডোনেট করা হয় অপরাজয় এর ক্যাম্পেইন এর মাধ্যেমে পেইমেন্ট গেটওয়ে ব্যবহার করে।

ফেইসবুক বুষ্ট: অপরাজয় এর মধ্যে যতগুলো ভেরিফাই ক্যাম্পেইন হয়। অপরাজয় সবগুলো ক্যাম্পেইন বুষ্ট করে থাকে। রায়হানের ক্যাম্পেইনটিও বুষ্ট করা হয় ২০ দিনের জন্য ২০ ডলার। প্রতিদিন ১ডলার বুস্ট করার পর পোস্টটি মোট দেখেন ১,১৯,১৬৭ জন, লিংকে ক্লিক করেন ১৩,৪৭১ জন কমেন্ট করেন ৩৩ জন।




ক্রাউড ফান্ডিং এর লক্ষ্য: বিপদ আমাদের সবার খুব সন্নিকটে। কখন কার সাহায্য প্রয়োজন হবে কেউ বলতে পারে না। অপরাজয় প্ল্যাটফর্মটি তারা তৈরি করেছে এই জন্য যে। অনেকেই সাহায্য চেয়ে পত্রিকা বা গনমাধ্যমে সংবাদ দিয়ে থাকে। ঐ সাহায্য চাওয়ার জন্য নিচে ২টা বিকাশ নাম্বার বা একটি ব্যাংক একাউন্ট নাম্বার দেয়া থাকে। বিকাশে হয়ত কেউ কেউ টাকা পাঠাবেন। কিন্তু কতক্ষন পাঠাতে পারবে! পার্সোনাল বিকাশের লিমিট রয়েছে। আর ব্যাংকে কেউ ১০ টাকা ১০০ টাকা ডোনেট করতে যাবে না। সেই কথা চিন্তা করেই অপরাজয় এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে ১০ টাকা থেকে ১০ লক্ষ যে কোন পরিমান টাকা ডোনেট করতে পারবেন বাসায় শুয়ে শুয়ে।

ডোনেট করুন: দেশে সমস্যার শেষ নেই। সবার টাকার প্রয়োজন, সবাই সমস্যা গ্রস্থ্য। রায়হান এর ক্যাম্পেইনটা সফল হওয়ার পর অনেকেই এখন ক্যাম্পেইন করা শুরো করেছেন। সবার ক্যাম্পেইন ভেরিফাই করা সম্ভব হচ্ছে না প্রয়োজনীয় তথ্য উপাত্ত ও কাগোজ পত্রের অভাবে। কেউ ক্যাম্পেইন করার পর আমরা তার মেইলে কিছু কাগোজপত্র চেয়ে মেইল করি। সে যদি ঐ মেইলের সঠিক তথ্য দিয়ে মেইল করে তারপর আমরা তার ক্যাম্পেইন আমাদের ওয়েবসাইটে প্রকাশ করি। তাই সকলকে বলব ডোনেট করার অভ্যাস গড়ে তুলুন। আজকে আপনি ডোনেট করলে কালকে কেউ আপনার ক্যাম্পেইনে ডোনেট করবে।

তথ্য চেয়ে না পেয়ে বাজে মন্তব্য করা: রায়হানের ক্যাম্পেইন চালু হওয়ার পর অনেকেই তার ঠিকানা এবং মোবাইল নাম্বার চেয়েছেন যার বেশির ভাগ হচ্ছে কোচিং ব্যাবসায়ের সাথে জড়িত। আপনারা সবাই এক রায়হানকে সাহায্য করতে উঠে পড়ে লাগার পিছনের উদ্দেশ্য কিছুটা পরিষ্কার। অপরাজয়ে আরো ক্যাম্পেইন রয়েছে সবাইকে সাহায্য করুন। সবাই আমাদের দেশের মানুষ, সবাই সমস্যাগ্রস্ত।

প্রত্যয়ন পত্র: দেশের ১৮ কোটি মানুষ এর প্ল্যাটফর্ম অপরাজয়। তাই এটাতে যেন কেউ ভুল তথ্য দিয়ে ক্যাম্পেইন করতে না পারে সেই জন্য একটি প্রত্যয়ন পত্রের ব্যবস্থা করা হয়েছে। এই প্রত্যয়ন পত্রে ক্যাম্পেইন কারী তার নিজ স্থানিয় জনপ্রতিনিধি থেকে এটা সত্যায়িত করে নিবে মোবাইল নাম্বার সহ। আমাদেরকে স্ক্যান করে পাঠানোর পর আমরা ঐ জনপ্রতিনিধির সাথে কথা বলে যদি তথ্যর সত্যতা পাই তাহলে ক্যাম্পেইনটি আমাদের সাইটে প্রকাশ করি।



চেক প্রদান: গত ২৮ অক্টোবর রায়হানের হাতে চেক তুলে দেয়া হয়। চেক তুলে দেন অপরাজয় এর সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার ফারহাত আহমেদ ও এন আর বি গ্লোবাল ব্যাংক মিরপুর শাখার ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান।



সর্বশেষ কথা: যাদের সামর্থ আছে এবং ইন্টারনেট সম্পর্কে ভালো বুঝেন তারা ডোনেট করুন। নিজে ডোনেট করুন অন্যকে ডোনেট করতে উৎসাহ দিন। বিশ্ব ব্যাপি ক্রাউড ফান্ডিং এর প্রসার সর্ম্পকে জানুন। পোস্টটি শেয়ার করুন- ধন্যবাদ।

রায়হান এর ক্যাম্পেইন লিংক- https://oporajoy.org/campaign/16/-2

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

টিয়া রহমান বলেছেন: অনেক ভালো উদ্যোগ

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

রোলেন বলেছেন: সবার সহযোগিতায় অনেকদুর যেতে পারবে এই প্ল্যাটফর্ম।

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ!!
এগিয়ে চলুক এ পথচলা

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

রোলেন বলেছেন: ধন্যবাদ, পাশে থাকবেন।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রোলেন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.