নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোমান হাসান রনি

রোমান হাসান রনি

রোমান হাসান রনি › বিস্তারিত পোস্টঃ

আমি নেশাগ্রস্থ বড্ড মাতাল

০১ লা মে, ২০১৩ দুপুর ১:১৮

প্রিয় বন্ধু কেমন আছো তুমি তোমার স্বপ্নের রাজ্যে।জানি অনেক সুখে সুখি তুমি।কিন্তু আমি, আমি তোমার দেওয়া বেদনা আজো ভুলতে পারিনি।তোমার আদরের বেদনা গুলু এই ছোট্ট বুকে জমে-জমে আমাকে দেবদাস করে দিয়েছে।কত দিন হলে দর্পণের সামনে দাঁড়িয়ে নিজে নিজের মুখ দেখিনি।হয়তো আর কখনো দেখবোও না।জানো যেদিন তুমি আমার জীবন থেকে ,অন্য জীবনে নিজেকে বদল করেছো।সেদিন থেকে আমার সব চেয়ে বড় আপনজন হল সোনালি এই মদের বোতল।এখন আমি নেশাগ্রস্থ বড্ড মাতাল। হা হা হা,হয়তো ভাবছো তাতে তোমার কি যায় আসে।ভাবা টা খুব কঠিন কিছু হয়।কারন তুমি তো এখন আর আমার নয়।আমার ভালোবাসা এখন আর তোমাকে একটি ঝকঝকে সোনালি প্রভাত দিতে পারে না।তবুও মনে রেখ,একদিন এই হৃদয়ে মাথা রেখে তুমি হাজারও স্বপ্নের কথা শুনিয়েছ।বলে ছিলে আমি ছাড়া তোমার পৃথিবি তিমির অন্ধকার।সেদিন শুধু-শুধু মিথ্যে বলে আমাকে নিঃশেষ করে দিয়ে আজ তুমি সত্যি আলোকিত রঙ্গিন ভুবনে আছো।তারপরেও বলবো তুমি সুখি হও,সুখে থাকো।বিশ্বাস করো প্রিয়তমা আমিও দুখি নও।কারন, এই মদ আমাকে ভীষণ ভালবাসে।সব সময় আমার কাছাকাছি থাকে।কখনো মিথ্যা প্রলোভন দেখিয়ে দূরে হারায় না।হাত বাড়ালে কাছে আসে।মাঝে মাঝে যখন তোমার দেওয়া কষ্ট গুলু ভেবে আর্তনাদে বুক ফেটে যায়।তখন,হ্যাঁ ঠিক তখন এই নেশাগ্রস্থ মাতালকে মায়াবী মদের পেয়ালা গভীর ভাবে সান্তনা দেয়।মদের কারনে আজো বেঁচে আছি এই নির্দয় নিষ্ঠুর জগতে।এই মদ আমাকে এতো ভালবাসে যে,ওর মায়া ছেড়ে আমি পৃথিবি থেকে পালাতে পারিনি।প্রিয় মদ না থাকলে আমি কবেই চলে যেতাম ঐ দূর নীলিমায়।ওগো এই মদ আমাকে এতো বেশি ভালবাসে যে,ও পাশে থাকলে আমার জগতের আর কিছুই মনে পড়ে না।ও এতো বেশি সুখ দিতে পারে যদি আগে জানতাম।তাহলে তোমার হাতে হাত না রেখে ওকে আঁকরে ধরে জনম-জনম পার করে দিতাম।পেতাম না কোন কষ্টের রঙ্গিন ঘুড়ি।

খুব কষ্টে আছি_

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:২৪

সাফায়াত কাদির বলেছেন: আমার মত অবস্থা।
ভালবাসা হারিয়ে কাদি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.