![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার প্রিয় মানুষটি সদ্য জীবন থেকে হারিয়ে যাওয়ার মত বিরক্তিকর কষ্ট জগতে আর দ্বিতীয়টি নেই ।এই নির্মম কষ্ট তারন্য জীবনটাকে অতিষ্ট করে তলে। নিমিষে নিভে যায় আলোকিত সাজানো ভুবন ।এই অসীম কষ্ট বয়ে চলে দিগন্ত থেকে দিগন্তে । কখনো মুচা যায় না অন্তর্যামীতে থেকে । হৃদয়ের ফুসে রাখা অতি প্রিয় মানুষটি কেন এতো নিষ্ঠুর হয় ? ভাবতে দুই চোখ বেয়ে অনাবরত অশ্রু ঝরে নিজের অজান্তে।তবুও ভালবাসার পাখিটা কে ,কোন কালেও ভুলা যায় না। সময় চলে যায় নীরবে-নিভুতে জীবন থেকে, তারপরেও তার ভালবাসা ফুঁড়িয়ে যায় না রক্তাক্ত হৃদয় মনিকোটা থেকে।
অতঃএব ,
এর নাম দিবো আমি জিবান্ত ভালবাসা
©somewhere in net ltd.