![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে যুবক তোমার শক্তির উপর ভর করে অনেকেই পার পেয়ে যাচ্ছে । তাদের প্রয়োজনে তোমাকে ব্যবহার করা হচ্ছে । আজকে তোমার চারপাশে নানান মানুষের ভিড় । কারন তুমি শক্তিশালী , তুমি অস্ত্রধারী । তোমাকে বাহবা জানাচ্ছে অনেক বড় মাপের নেতাও । তুমি তো ভীষণ খুশি নেতা তোমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে বলেই । হে অবুঝ যুবক তুমি কি জানো কালকে তোমার কি হতে পারে ? তুমি যদি কালকে জেলে যাও , নেতা কি তোমার সাথে জেলে যাবে ? নেতা বা তোমার উৎসাহ-কারিরা কি তোমার পরিবারের ভার তাদের কাঁধে নিবে ? নিশ্চয় নিবে না । তাহলে কেন তুমি অন্যের বাহু বল হয়ে নিজেকে বিলিয়ে দিবে ? আজকে তুমি তরতাজা যুবক , বেঁচে থাকলে নিশ্চয় তুমি বৃদ্ধ হবে । আর সেই বৃদ্ধ ব্যক্তিকে সমাজ ঘৃণা করবে । তখন তোমার কেমন লাগবে ? বলো তো শুনি ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: উন্নয়ন ও সমৃদ্ধির পথেই থাকুন। জয় বাংলা
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
যোখার সারনায়েভ বলেছেন: শিক্ষার অভাবে দিচ্ছে বিলিয়ে। যেখানে দেয়ার কথা সেখানে এরা অলস।