নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলের যারা হাজার বার \"আমি অমুক, আমি তমুক\" বলে চিৎকার করলেও কেউ চিনবেনা, কেউ হয়তো চিনে ফেললেও একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিজের মত ব্যাস্ত হয়ে পড়বে। ব্যাস্ত নগরীর মাঝে পিঁপড়ার মত ক্ষুদ্র যে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়, আমি তাদের একজন।

ক্যাপ্টেন জুলিয়াস

ক্যাপ্টেন জুলিয়াস › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নভাঙ্গা চোখের ঘোলাটে দৃষ্টি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

সব আবেগ বুঝাতে ব্যাকরাউন্ডে মিউজিক বাজতে হয়না। মহাকালের প্রতিটি গভীর রাত সঙ্গীতের মহাযজ্ঞ।
সোনালী রূপালী মিলিয়ে জীবনে যত স্বপ্ন জমে তার প্রতিটির হিসেব নিকেষ হয় মধ্যরাতে। প্রতিটি স্বপ্নের মাঝে
মাঝে মধ্যরাতের স্বপ্নালু সুরেরা দ্যোতনা ছড়ায়। জ্যোৎস্নারা আলোকস্বজ্জা করে। জোনাকিরা নিভু নিভু আলোতে
জগত করে ফেলে অপার্থিব। ঝিঁঝিঁ পোকাদের সাথে মিলে হাজার রকমের সহদরেরা সৃষ্টি করে অদ্ভুত সুর।
এই সুর পূর্ণ স্বপ্ন আর অপূর্ণ স্বপ্ন সব স্বপ্নদের সাথেই মনে হয় মিলে যায়। প্রকৃতির অস্পর্শী অহংবোধটা এখানেই।
অপ্সরী, স্বপ্ন ছিল এমনই এক মধ্যরাতে তোমার খোলা চুলের সুরভী নিবো। প্রকৃতির এই সঙ্গীত মহাযজ্ঞের স্বাক্ষী
হয়ে শপথ নিবো ভালোবাসার। কেঁপে কেঁপে উঠা স্পর্শের গভীরতায় কেটে যাবে মহাকালের প্রতিটি ভালোবাসাময়
রাত। জহির রায়হানের হাজার বছরের সেই রাত। মায়াবী মায়াবী স্বপ্নদের সেই রাত। রাতগুলো কেন যেন পুরিয়ে যায়।
যেমনটি করে পুরিয়ে যায় কবিতার খাতা, অর্ধলেখা গল্প, আমাদের স্বপ্ন, চুম্বন, ভালোবাসা। এই পুরিয়ে আসা
জীবনের গল্পের আবেগ বুঝাতে ব্যাকরাউন্ডে মিউজিক বাঝাতে হয়না। প্রতি মুহুর্তে বদলাতে থাকা মানুষের সবকিছুই
পুরিয়ে যায়, আবার নতুন কিছুর তৈরী হয়।
দেখোনা কত আবেগ নিয়ে শুরু হওয়া লেখাটা কেমন বদলাতে বদলাতে বাস্তবমুখী হয়ে যায়। সব বদলে যায়।
শুধু বদলায় না প্রেম। কেন জানি শরীরের আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে আছে। এমন মায়া কি কখনো পুরোয়। স্বপ্নেরা
ভাঙ্গতে ভাঙ্গতে ক্লান্ত। মধ্যরাত্তিরের এই সঙ্গীত মহাযজ্ঞে স্বপ্নভাঙ্গা চোখ ধীরে ধীরে ঘোলাটে হয়ে যায়। ভালোবাসা
কেন জানি বদলায় না, হারায় না, পাল্টায় না, মুছে যায় না। আরো জড়িয়ে ফেলে। শুধু স্বপ্নভঙ্গ চোখ মধ্যরাতের সঙ্গীত
মহাযজ্ঞের সাথে মিশে মিশে ঘোলাটে হয়ে যায়। বারবার...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: বাহ! অনুভূতির কি সুন্দর প্রকাশ। দেখোনা কত আবেগ নিয়ে শুরু হওয়া লেখাটা কেমন বদলাতে বদলাতে বাস্তবমুখী হয়ে যায়। সব বদলে যায়। লাইনটা অতিব বাস্তব। ভালো লাগলো। কিছু কিছু জায়গায় বানান ভুল আছে। সংশোধন করে নিয়েন। শুভকামনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: ধন্যবাদ!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

অতঃপর হৃদয় বলেছেন: চালায় যান।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: চেষ্টা থাকবে। ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.