![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিস্নাত সন্ধায় আর আমাদের পাশাপাশি
হাটা হয়নি, ভেজা হয়নি, কাব্য রচিত হয়নি।
গতানুগতিক ধারায়, খুবই গতানুগতিক ধারায়
আট দশটা নাগরিক প্রেমের মতো দায়শারা
ভাবে সমাপ্তি ঘটলো অসমাপ্ত গল্পের।
বিরহ নেই, বিরহ যাতনা নেই, কালের
স্রোতে ব্যবহৃত শব্দ "মিস" করা নেই।
থাকলেও নেই, না থাকলেও নেই
আধুনিক ধারায় কেউ আর নিজেকে কারো
কাছে বুঝতে দেয় না, আমরা বুঝি
কিন্তু বুঝাই না, গতানুগতিক।
যা আছে তা হয়তো তীব্র একটা অনুভুতি
একটু উদ্রেক, বিষন্নতা, টান কিংবা ঘৃনা
অথবা তীব্র ভালোবাসা কিন্তু বলতে মানা।
আমরা সংকোচন অব্যয়, বলি আবার
ভুলে যাই। পরের কথায় শুধরে ফেলি।
-
একটা বিষের বীণ বাজে, ধ্বংস করতে চায়
কিন্তু নিজে ধ্বংস হয়ে ক্ষয়ে যায়।
ঝিরঝির বৃষ্টি বয়ে যায়,
আর বুঝি ভেজা হয়না খুব কাছের দুটি
প্রানের হাত ধরাধরি করে ভালোবেসে।
ল্যাম্পপোষ্টের আলো তার রং হারিয়েছে
সেই কবে, হেটে চলা রাজপথ অপেক্ষার
প্রহর গুনে যায়, তারা নেই কেন?
-
জাগতিক সবকিছু ভাঙ্গলে শব্দ হয়
কিন্তু মন ভাঙ্গলে শব্দ হয়না,
নিঃশব্দে ভেঙ্গে যায়।
আগ্নেয়গিরির লাভা বিষ্পোরন হলে
জগত জ্বলে উঠে, পুড়ে মরে গলে ছাই
হয়ে যায়, সবাই দেখে, পত্রিকায় নিউজ হয়
কিন্তু মনের বিষ্পোরন হলে কেউ দেখেনা
ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়,
পত্রিকায় নিউজ হয়না।
দুজনের না ভেজা বৃষ্টি কি পারবে
এ বিষ্ফোরন নিভাতে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৩
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আট দশটা নাগরিক প্রেমের মতো দায়শারা
ভাবে সমাপ্তি ঘটলো অসমাপ্ত গল্পের।
বিরহ নেই, বিরহ যাতনা নেই, কালের
স্রোতে ব্যবহৃত শব্দ "মিস" করা নেই।
থাকলেও নেই, না থাকলেও নেই
আধুনিক ধারায় কেউ আর নিজেকে কারো
কাছে বুঝতে দেয় না, আমরা বুঝি
কিন্তু বুঝাই না, গতানুগতিক।[/sb
খুব সত্যি। কবিতা ভালো লাগলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৯
ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৫
অতঃপর হৃদয় বলেছেন: শুভ রাত্রি পড়লাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৭
টুশকি বলেছেন: দুঃখ দুঃখ অসাধারণ কবিতা
ভিষন্নতা-< বিষণ্নতা
একটা বিষের বীণ বাঝে--> বীণ বাজে
বিষ্পোরন--> বিস্ফোরণ