নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলের যারা হাজার বার \"আমি অমুক, আমি তমুক\" বলে চিৎকার করলেও কেউ চিনবেনা, কেউ হয়তো চিনে ফেললেও একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিজের মত ব্যাস্ত হয়ে পড়বে। ব্যাস্ত নগরীর মাঝে পিঁপড়ার মত ক্ষুদ্র যে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়, আমি তাদের একজন।

ক্যাপ্টেন জুলিয়াস

ক্যাপ্টেন জুলিয়াস › বিস্তারিত পোস্টঃ

শিকড় এবং প্রেমিকার চুম্বন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২০

রাত পেরিয়ে ভোরের আয়োজন, শুনশান প্রকৃতি।
লোকে বলে মৃত্যুর আগে মানুষ স্মৃতিকাতর
হয়ে পড়ে, বড্ড বেশি স্মৃতি খুজে বেড়াই আজকাল।
ভোররাত অবধি কম্বল মুড়ি দিয়ে পেরিয়ে আসা
স্মৃতি হাতড়ে বেড়াই। সময়ের বেড়াজালে কম
সময় পেরোয়নি। গুনে গুনে এতগুলো বছর কেটেছে।
সময়ের প্রয়োজনে কত প্রিয়জন এলো গেলো,
কত প্রিয় বন্ধু এলো, সুখস্মৃতি এলো, আবার
সময়ের প্রয়োজনে সব হারিয়ে গেল।
যাদের ছাড়া এক মুহুর্ত যেতোনা, নির্লজ্জের
মত তাদের ছেড়ে কত হেঁসেখেলে দিন কেটে
যায়। আবার যাদের ছেড়ে এখন মুহুর্ত কাটেনা,
সময়ের প্রয়োজনে তারাও হারাবে, আবার
আসবে নতুন কেউ। কত পালাবদল! যাচ্ছে!!

পুরনো স্মৃতি হাতড়ে মন খারাপ করে বসে
থাকি। টিনের ছালায় কুয়াশার টুপটাপ শব্দ
শুনি। এই আমার গ্রাম, আমার অস্তিত্ব।
এই আমার ভিটেমাটি, আমার শিকড়।
সময়ের প্রয়োজনে এই শিকড় আবার
হারিয়ে যাবে নাতো?
এই মাটি, এই কাথা মুড়ি দেয়া অলৌকিক
সৌন্দর্যের রুপালি ভোর, এই টুপটাপ শব্দ
এসব হারাবে নাতো? পুরনো প্রিয় বন্ধুর মত,
প্রিয়তমার উষ্ণ চুম্বনের মত, হাজার কোটি
হাতড়ে বেড়ানো অতীতের মত আমার এ
ভালোলাগা, ভালোবাসার জন্মস্থান, স্বর্গ আমায়
ছেড়ে যাবে নাতো? ভয় ডুকে গেছে খুব।

মা'কে একফাঁকে দেখে এলাম, নিষ্পাপ চাহনীতে
ঘুমাচ্ছেন। কম্বল মুড়ি দিয়ে আবার বসলাম।
দুরে কোথায় জানি ভৌতিক কন্ঠে পাখি ডেকে
উঠলো। তারপর আবার শুনশান নীরবতা।
শুধু টিনের ছালায় কুয়াশার বিরতিহীন শব্দ।
টুপটাপ...টিপটপ...টিপটিপ...টুপটাপ...টিপটাপ..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.