![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকুক না কিছু মুহুর্ত অজানা। হাজারটি অভিযোগের ভিড়ে,
অবিশ্বাসের ভিড়ে নিজের মত করে জমিয়ে রাখা টুকরো টুকরো স্মৃতি।
না দেখেও দেখে ফেলা কিংবা দেখতে চাওয়ার এই আকুতিই তো আমার
প্রতিদিনের রুটিনবদ্ধ জীবনের থেকে মুক্তির অলিখিত চাওয়া!
থাকুক নাহয় কিছু অপ্রাপ্তি! একসাথে বৃষ্টিতে না ভেজা, কিংবা একই
চাদরে ভিজে কুয়াশায় স্নান না করা, বসন্তের ফুল এনে খোপায় না
পুরিয়ে দেয়া কিংবা রেশমি চুড়ি। অপ্রাপ্তি গুলোই নাহয় ভাবাতে থাকুক,
অপরাধবোধ জাগিয়ে তিলে তিলে জ্বালিয়ে পুড়িয়ে বারংবার মনে করিয়ে
দিক আমি তোমার ছিলাম।
ভদ্র প্রেমিকের মত হাজারটি উপমা দিয়ে লেখা তীব্র আবেগের খামহীন
চিঠি হয়তো জমিয়ে রাখোনি, একই ফ্রেমে বন্ধী হয়ে লুকোচুরি প্রেমের
মুহুর্তগুলোও সেই কবে রিসাইক্লিন বীন থেকেও মুছে গেছে, তবুও প্রতি
ভরা পূর্ণিমায় জানি জ্যোৎস্না-স্নানের গল্পটা তোমাকে ভাবায়... হঠাত
দেখা মুহুর্তগুলোয় জানি আমার মতই স্বাভাবিক হেটে মনে মনে স্তম্ভিত
হয়ে বারবার পিছন ফিরে চাও।
জানতো, প্রেম মানে হাতটি ধরে বসে থাকা না, প্রগাড় ভালোবাসায়
জড়িয়ে ওষ্ঠ চুম্বনে ভেসে যাওয়া নয়। এসব প্রেম বলে কামের বহিঃপ্রকাশ!
প্রেম তো বিচ্ছেদ! হারিয়ে ফেলা! জানি তুমি নেই, তবুও তোমাকে ঘিরে
হাজারটি কল্পনা, তোমার অভাববোধে তিলে তিলে ক্ষয় হয়ে নিঃশেষিত
হয়ে যাওয়া, সুখস্মৃতি বুকে জড়িয়ে বেঁচে থাকা... প্রেম মানে সামনে বসা
তুমি না, প্রেম মানে অদৃশ্য তুমি তবুও তোমাকে মনে প্রানে কাছে টেনে
"প্রিয়মানুষ" বলে ডাকার তীব্র ইচ্ছে! সে ইচ্ছেটাই নাহয় তুমিহীন তোমাকে
ঘিরে আমায় বাঁচিয়ে রাখুক। মুখ না দেখা দেখির এই গতানুগতিক বিচ্ছেদের
মাঝেও অগোচরে বেড়ে উঠা সুপ্ত ভালোবাসা জমে জমে শুভকামনা হয়ে
লতাগুল্মের মত বেড়ে উঠুক তোমাকে ঘিরে...
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৯
ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১২
কানিজ রিনা বলেছেন: ভাললাগারইল