নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলের যারা হাজার বার \"আমি অমুক, আমি তমুক\" বলে চিৎকার করলেও কেউ চিনবেনা, কেউ হয়তো চিনে ফেললেও একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিজের মত ব্যাস্ত হয়ে পড়বে। ব্যাস্ত নগরীর মাঝে পিঁপড়ার মত ক্ষুদ্র যে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়, আমি তাদের একজন।

ক্যাপ্টেন জুলিয়াস

ক্যাপ্টেন জুলিয়াস › বিস্তারিত পোস্টঃ

আবেগের কপি-পেষ্ট

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪০

সন্ধ্যার পর রিক্সার হুড তুলে ল্যাম্পপোষ্টের আলো
আধারির খেলায় প্রিয়তমার সাথে একেবারে খুব
কাছে বসে একটু ঘুরাঘুরি। তার হাত ধরা, একটু
আদর সোহাগ কিংবা আরেকটু কিছু!!
ঠিক একইভাবে পাশাপাশি বসে মাস কয়েক আগে
অন্য আরেকজন প্রিয়তমার সাথে রিক্সায় করে
একটু ঘুরাঘুরি হয়েছিল। হয়তো কোন কারনে তা
ব্রেক, তাই আজ নতুন কারো সাথে!

রাত জেগে জেগে ঠিক একই আবেগের কথাগুলো
বলে যাওয়া। ঠিক যেমনটি ভাবে আগেরজনকে
বলেছিল, ঠিক একইভাবে। আগের কথাগুলোকে,
আবেগগুলোকে নতুন করে কপি পেষ্ট মারা।
ঘুরিয়ে ফিরিয়ে আগের মতই শো-পিস কিংবা
ফটো ফ্রেম, পারফিউম, জামা কিংবা প্রসাধনী
গিফট পেপারে মুড়িয়ে গিফট করা। পুরানো কবিতা
কিংবা লেখাগুলোই নতুন করে কপি পেষ্ট মেরে
প্রেমপত্র বলে আবেগ ছড়ানো। আবার রাত জেগে
ঠিক একইরকম চ্যাট করে আবেগে উড়ে বেড়ানো।

প্রেম পাল্টায়, মানুষগুলোও পাল্টায়, শুধু থেকে যায়
একইরকম আবেগ, হয়তো একটু ভিন্নভাবে।
এইতো আমরা, আমাদের ভালোবাসা।
আবেগের কপি-পেষ্ট।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে।

২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৭

হাবিব শুভ বলেছেন: জীবন টাই এক পাল্টানোর খেলা

৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৪

ধ্রুবক আলো বলেছেন: প্রেম পাল্টায়, মানুষগুলোও পাল্টায়, শুধু থেকে যায়
একইরকম আবেগ, হয়তো একটু ভিন্নভাবে। ++
বেশ ভালো লাগলো

২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩০

ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.