নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলের যারা হাজার বার \"আমি অমুক, আমি তমুক\" বলে চিৎকার করলেও কেউ চিনবেনা, কেউ হয়তো চিনে ফেললেও একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিজের মত ব্যাস্ত হয়ে পড়বে। ব্যাস্ত নগরীর মাঝে পিঁপড়ার মত ক্ষুদ্র যে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়, আমি তাদের একজন।

ক্যাপ্টেন জুলিয়াস

ক্যাপ্টেন জুলিয়াস › বিস্তারিত পোস্টঃ

গৃহপালিত শিক্ষক

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৬

সকাল শুরু হয় স্টুডেন্টের বাসায় এক কাপ চা আর এটা টোষ্ট বিসকুট
গলাধঃকরণ করে। চা দেয়ার সময় স্টুডেন্টের মা এমন ভাবে চা আর
বিস্কুট সমেত বাটিটা টেবিলে রাখেন, যেন "আল্লাহর দান রেস্তোরা"র
সাইদুল পানির গ্লাস রাখছে। ভদ্রমহিলা খুব স্বম্ভবত আমার জন্য আলাদা
করে এক প্যাকেট বিসকুট রেখেছেন। টোষ্ট বিসকুট! আমি প্রতিদিন
তার সেই বিখ্যাত বিস্কুটটা বাটিতে রেখে চা'টা খেয়ে চলে আসি, আর
ভদ্রমহিলা প্রতিদিন আমাকে তাই দেন নিয়ম করে। একদিন তার জমিয়ে
রাখা টোষ্ট বিসকুট শেষ হয়ে গেছিলো, সেদিন তিনি তার বহুদিনের
পুরনো রেসিপি পরিবর্তন করেন। ডালিম দিয়েছেন তিনি! ১৮-১৯ টার
মত ছিল ডালিমের বিচির সংখ্যা! আমি সুন্দর করে এক, দুই, তিন
করে করে ভাত রান্নার আগে চাল বাচার মত বিচি গুনে গুনে একপাশ
থেকে আরেকপাশে রাখি, আর আড়চোখে স্টুডেন্টের দিকে তাকাই।
ছেলেটা নিজেও গুনতেছিলো আমার সাথে, তার স্বম্ভবত গোনায় আমার
সাথে মিলেনি, তাই কিছু বলতে চাচ্ছিলো।
- কিছু বলবা?
- না স্যার।
- তুমি কয়টা গুনছো?
- স্যার ২০টা।
- ১টা বেশি পাইলা ক্যামনে?
- জানিনা স্যার!
- জানস না ক্যান? কি বাল-ছাল গুনোস? কি বালের পড়ালেখা করস?
এত বড় ক্লাসে পড়স ডালিমের বিচি গুনতে পারস না? তাইলে কিয়ের
বিচি গুনবি? (পড়ুন মনে মনে বলেছি)...
-_-

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:২০

অতঃপর হৃদয় বলেছেন: গৃহপালিত শিক্ষক :) :) হাহাহা

২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:২২

ওমেরা বলেছেন: গৃহপালিত শিক্ষক এত আবার ঢং কিসের যা দিবে চুপচাপ খেয়ে আলহামদুল্লিলাহ বলবেন ।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৮

ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: বলিত, শুকরিয়া বলে চলে আসি.।

৩| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: এটাই বাস্তব।। এই মঙ্গার দিনে :-P

৪| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কপাল। এবার বিচি গুনানোও শেখাতে হবে...

৫| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: কঠিন অবস্থা :-< :-< :-<

৬| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: জামাই আদরের ধান্দা কইরেন না।

৭| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৪

নীল-দর্পণ বলেছেন: শেষে এসে হাসি আর থামাতে পারলাম না =p~ =p~
গোনা শেখান ছাত্রকে ভাল করে ;)

৮| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৩

মো: খায়রুল ইসলাম বলেছেন: গৃহপালিত শিক্ষক :) :) হা...হা.....হা.... হু......হু............হু। মজা পাইলাম।

৯| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৫

ধ্রুবক আলো বলেছেন: কিছু করার নাই, গৃহপালিত শিক্ষক এমনি অবস্থা হয়!
অনি এক ছাত্র পড়াতাম, তার বাবা মা আমাকে তাদের বাড়ির কাজের ছেলে মনে করতো, তাই দশ দিন পর টিউশনি ছেড়ে দিছি।

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫০

ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: এ কেমন কথা?

১০| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

ঢাকাবাসী বলেছেন: মধ্যবিত্ত পরিবারের গিন্নীরা চাকরানী আর গৃহশিক্ষকদের মধ্যে কোন ফারাক দেখতে পাননা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.