নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলের যারা হাজার বার \"আমি অমুক, আমি তমুক\" বলে চিৎকার করলেও কেউ চিনবেনা, কেউ হয়তো চিনে ফেললেও একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিজের মত ব্যাস্ত হয়ে পড়বে। ব্যাস্ত নগরীর মাঝে পিঁপড়ার মত ক্ষুদ্র যে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়, আমি তাদের একজন।

ক্যাপ্টেন জুলিয়াস

ক্যাপ্টেন জুলিয়াস › বিস্তারিত পোস্টঃ

এটাই আমাদের ভালোবাসা

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৬

বাংলা সিনেমা দেখে আমাদের অনুভুতি কেমন? চোঁখ বন্ধ করে বলে দিতে পারি অখাদ্য।
কিন্তু তবু ইন্ডিয়ান ছবি বাংলাদেশে প্রদর্শনে কারো মত নেই, ভালোবাসাটা আসলে এখানেই।
হিন্দি মুভি নাহয় সবসময় দেখি কিন্তু বাংলাদেশে প্রদর্শন হলে আমাদের চলচিত্র পিষে যাবে একথা
মাথায় রেখে আমরা বিরোধিতা করছি। বাংলা ছবির চৌদ্দ গুষ্ঠী উদ্ধার করি কিন্তু যখনই দেশের
স্বার্থ আসছে আমরা এক। ভালোবাসাগুলো এমনই হয়, অধিকার খাটানো। সাকিব-রিয়াদদের নিয়ে
আমাদের সমালোচনার শেষ নেই, কিন্তু যখন বিশ্বের সামনে ওরা এগারো জন বুকে হাত দিয়ে
''আমার সোনার বাংলা" গেয়ে উঠে হৃদয়ের মাঝখানে খুব সুক্ষ ভাবে এক চিলতে মায়া ঢুকে যায়,
তাদের ভালো খারাপ আমাদের তখন হাঁসায় কাঁদায়। চারদিকে হঠাৎ চিৎকার শুনলে রিক্সাওয়ালা
মামাও রিক্সা থামিয়ে পাশের দোকানে যেয়ে একপাক স্কোর দেখে আসে।
এটাই আমাদের ভালোবাসা।

দেশের রাজনীতি নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই, দেশের সবকিছুতেই আমাদের চরম অসন্তুষ্টি।
চায়ের দোকানে, আড্ডায়, যেখানে সেখানে কথা উঠলেই দেশ নিয়ে আমাদের হতাশার কথাগুলো বের হয়।
কিন্তু তবু ইন্ডিয়া বর্ডারে মানুষ মারলে আমরা প্রতিবাদী, রামিজ রেজা ক্রিকেট নিয়ে কুটুক্তি করলে আমরা
রেগে আগুন হয়ে যাই। এটাই ভালোবাসা। এটা দেশের প্রতি আমাদের গভীর আবেগের বহিঃপ্রকাশ।
এ ভালোবাসা মুখে বলতে হয়না, বুকের মাঝে লালিত হয়।

দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। আমাদের অপ্রাপ্তি আছে অনেক, কিন্তু প্রাপ্তির খাতাটা ঢের বেশি।
আজ প্রিয় দেশটার জন্মদিন। আজ আমাদের স্বাধীন দেশ হবার দিন।
আজ আনন্দের দিন।

সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা...
বীর সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১:২০

সচেতনহ্যাপী বলেছেন: ভালবসা হৃদয়ের একটি অনুভূতি।।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৮

ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: যথার্থ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.