নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলের যারা হাজার বার \"আমি অমুক, আমি তমুক\" বলে চিৎকার করলেও কেউ চিনবেনা, কেউ হয়তো চিনে ফেললেও একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিজের মত ব্যাস্ত হয়ে পড়বে। ব্যাস্ত নগরীর মাঝে পিঁপড়ার মত ক্ষুদ্র যে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়, আমি তাদের একজন।

ক্যাপ্টেন জুলিয়াস

ক্যাপ্টেন জুলিয়াস › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রেমপত্রঃ শুনো

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৬

শুনো,
আমাদের একটা ছোট মেয়ে থাকবে। শুনেছি মেয়ে বাবুরা
সবসময় বাবাদের ভক্ত হয়। আমাদের মেয়েটাও আমার ভক্ত হবে।
কেউ এসে যদি জিজ্ঞেস করে কে বেশি ভালো? বাবা নাকি মা? মেয়েটা
তোমার ভয়ে বলবে, মা। কিন্তু তুমি অন্য দিকে তকালে বাবার দিকে আস্তে
করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। সারাদিন মুখ ঘোমড়া থাকা মেয়েটা রাতে
আমি বাসায় ফিরলে যখন আমার কাঁধে উঠে গল্প শুরু করবে, তুমি ভিতরে
ভিতরে জ্বলবা, কিন্তু কিছু বলবানা।
আর শুনো, আমাদের মেয়ের নাম হবে পরী। শুধু পরী। আগেপিছে আর কিছু নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৪৩

রায়হানুল এফ রাজ বলেছেন: ভাই ভাবীরে তো একা করে দিলেন।

২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৩

ক্যাপ্টেন জুলিয়াস বলেছেন: এটাই প্রেম ভাই :)

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪১

রেজাউল করিম সাগর বলেছেন: ভাই আপনের হাফ ডজন মেয়ে হোক দোয়া করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.