![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।
কথোপকথন-১
----------------------
খুন করতে পারিস?
:নাহ।
পুড়াতে পারিস?
:না তো।
কেমন হবে বলতো আমার বুকে প্রতিদিন চাকু দিয়ে টান দিস?
:কি বলছেন আপনি? তারচে ভালো আমায় দিন বিষ।
সত্যিই আমায় এমন ভালোবাসিস?
:হুম।
তবে আমার মৃতুর পর আমার কাছে আসিস।
কেন এমন বললাম তার জবাব জেনে নিস।
©somewhere in net ltd.