নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

রোমেল আশরাফ

নিজের সম্পর্কে লিখার মত কিছুই নেই। যদি কখনো খুজে পাই তাহলে অবশ্যই লিখবো।

রোমেল আশরাফ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুদের মধ্যে ঝামেলার সহজ সমাধান

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬

দৈনন্দিন জীবনে অনেক ঘটনা ঘটে যার জন্য বন্ধুদের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। ঝামেলা খুব বড় আকারের না হওয়া সত্বেও অনেকে তার সমাধান করতে পারে না। একটু সাবধান হলে আপনি আপনার কাছের বন্ধুর বা বন্ধুদের সাথে ঝামেলার (যদি হয়ে থাকে) সমাধান করতে পারবেন।





তো সমাধানের জন্য যা করা যেতে পারেঃ



যার সাথে সমস্যা হয়েছে তাকে প্রথমে বলুন আপনি আপনাদের বন্ধুত্ব ধরে রাখতে চান। সমস্যা কি বের করুনঃ হঠাৎ করে তো নিশ্চই ঝামেলার সৃষ্টি হয় নি। তাই প্রথমেই ভাবুন কেন ঝামেলা/ঝগড়া হয়েছে। সমস্যার কারণ আপনি নাকি তা বেশি করে ভেবে দেখুন।





ভুল যদি একতরফা আপনার হয়ে থাকেঃ



এক্ষেত্রে আপনার উচিত হবে ভুল শুধরে বন্ধুর কাছে ক্ষমা চাওয়া। সামনাসামনি ক্ষমা না চাইতে পারলে তাকে এসএমএস পাঠান যে যা হয়েছে তার জন্য আপনি দুঃখিত। এছাড়া তাকে তার পছন্দের ফুল বা চকোলেট পাঠাতে পারেন একটি নোটের সাথে(যেখানে লেখা থাকবে বন্ধু হিসেবে সে অতুলনীয় ও অপূরণীয়)। নোটেই ক্ষমা চেয়ে নিতে পারেন।





ভুল যদি বন্ধুর হয়ে থাকেঃ



বন্ধুকে ভুল শুধরানোর জন্য সময় দিন। যদি দেখেন তাও বন্ধুটি ফিরে আসেনি বা তার ভুলের জন্য ক্ষমা চায়নি তাহলে ক্ষেপে যাবেন না ও তাকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে জোর দিবেন না। যদি সে ক্ষমা চেত তাহলে আপনার তাকে বলা লাগত না, সে নিজে থেকেই এগিয়ে আসত। প্রয়োজন হলে তার ভুলের জন্য আপনিই ক্ষমা চান। এতে সে নিজের ভুল বুঝতে পারে। মনে ক্ষোভ রেখে যেন আবার ক্ষমা চেয়ে না বসেন সেদিকে খেয়াল রাখবেন। নিজেকে বুঝিয়ে শান্ত হয়েই ক্ষমা চাইবেন।





বানিয়ে কথা বলবেন নাঃ



বন্ধুর রাগ ভাঙ্গানোর জন্য এমন কিছু বলবেন না যা আপনি মন থেকে মানেন না। নিজেকে সংযত রাখুন।





ভুল দুই পক্ষেরই হয়ে থাকলেঃ



একটি ভালো সময় ও জায়গা ঠিক করে সবাই মিলে বসুন ও আলোচনা করুন কার কি সমস্যা। আপনি কি কারণে কষ্ট পেয়েছেন বা রেগেছেন তা বন্ধুদের জানান ও ঠিক একই ভাবে বন্ধুদের কাছ থেকে শুনুন আপনার কোন আচরণে তারা কষ্ট পেয়েছে। পারলে সেই সময়ই ক্ষমা চেয়ে সমস্যা মিটমাট করার চেষ্টা করুন ও তাদের বোঝান তারা যেন তাদের ভুলগুলোর পুনরাবৃত্তি না করে। যদি দেখেন তারা এমন কিছু বলেছে যা আপনার ভালো লাগে নি বা আপনাকে লজ্জা দেবার জন্য কিছু বলেছে তাহলে রেগে যাবেন না বা তাদের উলটো কোন খারাপ কথা শুনিয়ে দিবেন না। এতে ঝামেলা বাড়বে। সেই সময় আপনার উচিত হবে চুপ করে সেখান থেকে উঠে যাওয়া। মনে রাখবেন জোর করে সমাধান আদায় করা যায় না।



একটি নতুন ভালো বন্ধু আছে ভান করে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে ঈর্ষান্বিত করার চেষ্টা করবেন না। তার কাছে ক্ষমা চাওয়ার সময় লক্ষ্য রাখবেন তার যেন মনে না হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে তাকেই দোষারোপ করছেন।



যদি আপনার মনে হয় আপনাদের মধ্যে অবস্থা খুবই খারাপ তাহলে বিরতি নিন। আর আপনার বন্ধু যদি আপনাকে বলে দেয় বা তার আচরণ থেকে মনে হয় সে বন্ধুত্ব রাখবে না তাহলে বুঝবেন ঝামেলা ঠিক করা যাবে না এবং ভবিষ্যতের জন্য এটিই ভালো হবে। যেই ঝামেলা ঠিক করার জন্য আপনি এত চেষ্টা করে যাচ্ছেন সেই চেষ্টার সিকি অংশ তো আপনার বন্ধুরও করতে হবে। যে আপনার প্রচেষ্টার মর্ম উপলব্ধি করতে পারে না মনে রাখবেন সে আপনার বন্ধু হওয়ারও যোগ্য নয়। ব্যাস এভাবে চেষ্টা করলে আপনার বন্ধু যদি আপনাকে আপন ভেবে থাকে তাহলে আপনাদের ঝামেলা ঠিক হয়ে যাবে।



মনে রাখবেন ঝামেলা বড় ধরণের হয়ে থাকলে তা ঠিক হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আগের মত হয়ে যাবে না। এর জন্য সময় লাগবে। কিছু খারাপ লাগা থেকে যেতে পারে। এর জন্য মন খারাপ করে বসে থাকবেন না। অতীত ভুলে নতুন করে আগানোর চেষ্টা করবেন। বন্ধুরা মিলে কোন মজার কার্যকলাপ প্ল্যান করুন। আর একটি কথা, পরিস্থিতি আগের মত হওয়ার পরে যে কারণে ঝামেলা হয়েছে তা আবার তুলে ধরবেন না তার সামনে। এতে তার খারাপ লাগতে পারে।



শুভকামনা রইল আপনার ও আপনার বন্ধুদের জন্য।



সুত্রঃ অনলাইন খবর ডটকম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর বক্তব্য, ব্লগে ভাগ করে নেবার জন্যে অনেক ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৬

রোমেল আশরাফ বলেছেন: আলী ভাইয়ের উদ্দেশ্যে্‌, লিখাটি পড়ার জন্য আপনাকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.