![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই দিন আগে দেখলাম হিজাব করে, কোরান শরীফ হাতে নিয়ে শপথ করে বলছে - আরিফের সাথে তার কিছু হয় নাই। কোন কারনে ব্রেকাপ হইছে তাই হয়তো বয়ফ্রেন্ডের এট্যানশন পাবার জন্য এরকম করছে। ভাবলাম কত্ত ভালো মেয়ে, পরহেজগার, পর্দানশীন।
-
আবার আজ দেখলাম breast ও neval এ বয়ফ্রেন্ডের নাম লিখে সেই ছবি আবার পাবলিক করে পোস্ট করেছে। বুঝতে বাকি রইলো না এট্যানশন পাবার জন্য সে এসব করছে। কিছুক্ষনের জন্য বেহুশ হয়ে গেলাম। এরকম পরহেজগার বান্দাহ আমি লাইফে আর একটা ও দেখি নাই।
-
এই ফেসবুকেই দেখলাম, মেয়ে গুলা সামান্য পাবলিক এট্যানশন পাবার জন্য কি না করছে। পারলে নিজের শরীর টাও বেঁচে দেয়। তারপর ও ফেমাস হওয়া চাই। অনেকে আবার বেশি ফেমাস হতে গিয়ে স্ক্যান্ডাল ছড়িয়ে ফেসবুক ছাড়া হয়ে গেছে।
-
এই ফেমাস দিয়ে কি করবা? বিয়ের পর তোমাদের তথাকথিত হাবি তোমাদের বেশি কেয়ার করবে, বেশি ভালবাসবে? নাকি ফেসবুক সেলেব বলে শশুর বাড়ী ও আসে পাশের লোকজন মাথায় তুলে রাখবে? এসব কিচ্ছু না। এসব কিছুই যাবে আসবে না তখন।
-
তখন নিজেই টেনশনে থাকবা। আগের কোন কুকর্ম লিক হবে নাতো? পাশে ঘুমিয়ে থাকা মানূষটি জেনে যাবে নাতো? আচ্ছা যদি কখনো পুরানো কিছু সে জেনে যায় তখন কি হবে? সব কিছু ভূলে সেকি আমাকে মেনে নিবে?
-
এসব ভেবে অনেক রাতে শুধু এপাশ ওপাশ করবা, ঘুমাতে পারবেনা, ঘুম আসবেনা। ঘুম আসেনা, জীবন এতটা সহজ না। সাময়িক আনন্দ অনেক সময় অনেকের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে চোখের পানিতে বালিশ ভিজবে, অতীত মুছবে না।
©somewhere in net ltd.