নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কোন লেখক নই। নিজের মতামত টুকু শেয়ার করি মাত্র।

রুমেল বিন কবির

রুমেল বিন কবির › বিস্তারিত পোস্টঃ

Say No To Dowry ....

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২০

মেয়ের বাড়ি থেকে কি দিল?
- মেয়ে দিল।
না মানে আর কি দিল?
- আর কি দিবে?
খাট, তোষক, আলমারি এসব দিতে হয় না?
- কোথায় লিখা আছে দিতে হয়? দিতে হবে কেন? বাড়িতে তো সব আছে। আর না থাকলে মেয়ের বাড়ির ঘাড় ভেঙ্গে নিব কেন? ভিখারি নাকি? নিজে সামর্থ্য মত ধীরে ধীরে কিনব সব।

না তাও মেয়ে বাড়ি থেকে এসব জিনিস জোর করে হলেও দেয়।
- হ্যা মেয়ের বাড়ি থেকে এসব দিতে চেয়েছিল বাট আমি নেইনি। মেয়ের বাবা সারাজীবন কষ্ট করে আদর ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে। এই মেয়েটাকে আবার আমার বাড়িতে দিয়ে দিচ্ছে তার বিনিময়ে উল্টো মেয়ের বাড়িতে কিছু দেওয়া উচিত নয় কি? আমরা কিছু দিতে পারিনা বিধায় আমাদের ক্ষমা চাওয়া উচিত !!
..........................

ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে বিয়ে করলে মা বাবার অসম্মান হয়। আর যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিলে অস্মান হয় না? মেয়ে কি মা বাবার বোঝা যে তাকে টাকা পয়সা দিয়ে বিদায় করতে পারলেই শান্তি? আজকাল হচ্ছেটা কি? দরাদরি করে বউ এর বদলে গরূ কিনছি আমরা। এটা তো একটা ছেলের পার্সোনালিটি লেস করে। শুনতে ও খারাপ দেখায়। যৌতুক নিয়েই যদি বিয়ে করা লাগে, তো এতো এতো পড়াশুনা আর সার্টিফিকেটের কি মুল্য রইল।

বিয়ের পর প্রায় সবাই জানতে চায়- মেয়ে বাপের বাড়ি থেকে কি এনেছে? কেউ এটা জানতে চায় না যে- মেয়েটি বাপের বাড়িতে কি রেখে এসেছে !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.