![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুকে যাঁরা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে,
আজিকে স্মরীয় তারে,
যে রক্তের বানে ইতিহাস হলো লাল
মৃত্যুর বানে জীবন জাগে বিশাল
তাঁর আত্মার ঘরে ঘরে
আজিকে স্মরীয় তাঁরে।
কোথায় বরকত কোথায় সালাম
সারা বাংলা কাঁদিয়া ফিরিছে ভাষা বাঁচাবার তরে।
.......প্রতি বছর ৮ই ফালগুনে আমরা এই গান গেয়ে পাবনার আবদুল হামিদ রোডে প্রভাত ফেরী করতাম। গোলাম সারোয়ার খান সাধন ( ১৯৭১ সালে শাহাদাত বরণ করেছেন) গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সূর্য উদয়ের সাথে সাথে মিছিলের সামনে দাড়িয়ে গান শুরু করতেন। আমরা তাঁর সাথে কন্ঠ মিলাতাম। নগ্ন পায়ে এভাবে গান গেয়ে রাজপথ প্রদক্ষিন করতাম। সব শেষে মিলিত হতাম সরকারী এডওয়ার্ড মহাবিদ্যালয় শহিদ মিনারে। সেখানে শপথ নিতাম। তারপর শ্লোগান দিতাম ‘শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি।’ এর ধারাবাহিকতায় আমাদের শ্লোগানের মধ্যে যুক্ত হয় ‘আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র’। ‘ সারা বাংলার সেন্টিমেন্ট, দুই কক্ষের পার্লামেন্ট।
আজকের এই দিনে মহান শহীদের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলী....
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০
রোমেল রহমান বলেছেন: অনেক মোবারকবাদ
আজ শহীদ দিবসের ভোরে রাজশাহী কলেজে গিয়েছিলাম । শহীদ মিনারে জানাচ্ছে শ্রদ্ধাঞ্জলী। গান বাজছে ‘ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ সাজানো হয়েছে কলেজের প্রান ভবনের সামনের অঙ্গন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন একজন ‘ভাষা সেনিক।’ সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ। মূল ভবনে আলোজ্জ্বল করে তারিখ লেখা হয়েছে ‘21-02-2016' । এভাবেই কি কলেজ কর্তৃপক্ষ বাংলা ভাষা ও বর্ণমালার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ???.....। এই কলেই নতুন ভবন গুলোতে ভবনের নাম লেখা হয়েছে , ইংরেজী বর্ণমালায়। আগে এরকম হয়নি।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখেছেন,
একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
রোমেল রহমান বলেছেন: অনেক মোবারকবাদ
আজ শহীদ দিবসের ভোরে রাজশাহী কলেজে গিয়েছিলাম । শহীদ মিনারে জানাচ্ছে শ্রদ্ধাঞ্জলী। গান বাজছে ‘ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ সাজানো হয়েছে কলেজের প্রান ভবনের সামনের অঙ্গন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন একজন ‘ভাষা সেনিক।’ সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ। মূল ভবনে আলোজ্জ্বল করে তারিখ লেখা হয়েছে ‘21-02-2016' । এভাবেই কি কলেজ কর্তৃপক্ষ বাংলা ভাষা ও বর্ণমালার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ???.....। এই কলেই নতুন ভবন গুলোতে ভবনের নাম লেখা হয়েছে , ইংরেজী বর্ণমালায়। আগে এরকম হয়নি।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
হিমুর মধ্যদুপুর বলেছেন: সুন্দর লিখেছেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
রোমেল রহমান বলেছেন: অনেক মোবারকবাদ
আজ শহীদ দিবসের ভোরে রাজশাহী কলেজে গিয়েছিলাম । শহীদ মিনারে জানাচ্ছে শ্রদ্ধাঞ্জলী। গান বাজছে ‘ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ সাজানো হয়েছে কলেজের প্রান ভবনের সামনের অঙ্গন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন একজন ‘ভাষা সেনিক।’ সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ। মূল ভবনে আলোজ্জ্বল করে তারিখ লেখা হয়েছে ‘21-02-2016' । এভাবেই কি কলেজ কর্তৃপক্ষ বাংলা ভাষা ও বর্ণমালার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ???.....। এই কলেই নতুন ভবন গুলোতে ভবনের নাম লেখা হয়েছে , ইংরেজী বর্ণমালায়। আগে এরকম হয়নি।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
অগ্নি কল্লোল বলেছেন: একুশের চেতনা সামুর ব্লগাররা ভুলবে না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২
রোমেল রহমান বলেছেন: অনেক মোবারকবাদ
আজ শহীদ দিবসের ভোরে রাজশাহী কলেজে গিয়েছিলাম । শহীদ মিনারে জানাচ্ছে শ্রদ্ধাঞ্জলী। গান বাজছে ‘ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ সাজানো হয়েছে কলেজের প্রান ভবনের সামনের অঙ্গন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন একজন ‘ভাষা সেনিক।’ সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ। মূল ভবনে আলোজ্জ্বল করে তারিখ লেখা হয়েছে ‘21-02-2016' । এভাবেই কি কলেজ কর্তৃপক্ষ বাংলা ভাষা ও বর্ণমালার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ???.....। এই কলেই নতুন ভবন গুলোতে ভবনের নাম লেখা হয়েছে , ইংরেজী বর্ণমালায়। আগে এরকম হয়নি।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
মাদিহা মৌ বলেছেন: শ্রদ্ধাঞ্জলী ভাষা শহীদদের প্রতি