![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
one of my favourite song. নিজের জন্যই সংগ্রহ করে রাখলাম নিজের কাছে
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসার।
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান।
তুমি আমারই বলবো শতবার।
হাত দু'টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ।
তুমি আমারই, হায়, বলবো শতবার.
ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার
২| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহ্! পাগল করা গান।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক প্রিয় একটি ছিল এক সময়। সময়ের বানে সব ভেসে গেছে। ধন্যবাদ এতদিন পর গানটি মনে করে দেয়ার জন্য।
৪| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০
নুর ইসলাম রফিক বলেছেন: প্রিয় শিল্পি আগুনের প্রিয় একটি গান।
যদিও গানের কথা সুর সঙ্গিত পরিচালনা কপি করা হিন্দি ছবি থেকে।
ছবিটাও হিন্দি ছবির বাঙলা কপি।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯
অর্ক বলেছেন: কোনও সৃষ্টিশীলতার লেশমাত্র নেই কোথাও! ওয়ার্ড বাই ওয়ার্ড কপি। অবিকল সুর, মিউজিক। জানি না অনুমতি নিয়ে করা হয়েছে কিনা! পৃথিবীতে মৌলিক কিছু করা সত্যি দারুণ কঠিন। মনে পড়ছে প্রয়াত সুরকার, মিউজিসিয়ান রবিন ঘোষ একবার সাক্ষাতকারে সাংবাদিকের করা ওনার সিনেমার গানে সুর করার ক্ষেত্রে বেশি টাকা দাবী প্রসঙ্গে, জবাব দিয়েছিলেন, 'গানের কথায় সুরের সাথে সুর মেলানো খুব কষ্টের কাজ।'
প্রকৃত শিল্পী তাকেই বলে।