![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে নিলেন শপথ, রংপুরের মোকাররম ভাই
“চেয়ারম্যান হবো, আজই” হলো ফাইনাল তাই!
৮২ দিন ধরে মামলা লড়ে দিনের পর দিন,
মামলাতে জয় পেয়ে আজ যেন তিনি রানবীর সিং,
“আপনা টাইম আয়েগা”— এই আশায় ভরে তিনি বুক
দুঃখের দিন পার হলো ভাইয়া এখন শুধু সুখ আর সুখ।
সোমবারে ১১টায় নিলেন শপথ মুখে হাসি ফুটিয়ে,
“আজ থেকে চেয়ারম্যান আমি, দাও সবাইকে জানিয়ে!”
কিন্তু দুপুরের ঝলমলে রোদ্দুরে, এলো আধার, এলো প্রজ্ঞাপন,
সারা বাংলাদেশে সব উপজেলায় হলো চেয়ারম্যান অপসারণ
মোকাররম ভাই হতাশ, ভাবলেন, “আজই হবার ছিলো এমনটা?
সকালে শপথ আর দুপুরে বিদায়—হায়রে অদ্ভুত আমার কপালটা!”
সবাই করে হাসা-হাসি, গল্প নিয়ে কাড়াকাড়ি,
“মাত্র একবেলার চেয়ারম্যান—এতো বড্ড বেশি বাড়াবাড়ি!”
মোকাররম ভাইয়ের দিনটা হলো ব্যঙ্গ চিত্রকল্প,
সকালে শপথ, দুপুরে বিদায়—জীবনের এক অনন্য গল্প!
চেয়ারটা রইলো ফাকা, বসা আর হলো না,
অভাগা মোকাররম ভাইয়ের অদৃষ্টের ছলনা
‘আজকের এই দিনে ভাগ্য যেন কোন অচিন সুরাসুর
মোকাররম ভাইয়ের দুর্ভাগ্য—বেদনার এক নাটকের যেন, করুন এক বাঁশীর সুর!
তাই তো বলি, মনে হবে যখন আমার চেয়ে দুর্ভাগা আর কেউ নাই,
চারদিকে অশান্তি, খারাপ আমার কপালটাই ।
তখন মোকাররম ভাইকে করবো মনে, বুকে সাহস নিবো,
“নাহ, বড় দুর্ভাগা আছে—তিনি তো অনুপ্রেরণা,’’ জোরে জোরে বলবো।।
সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ
সকালে শপথ নিয়ে দুপুরে জানলেন তিনি আর চেয়ারম্যান নন
©somewhere in net ltd.