নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশে আপোষহীন

সত্য প্রকাশে আপোষহীন

রংধনূ

রংধনূ › বিস্তারিত পোস্টঃ

ময়মনসিংহে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর – জনগনের অর্থ অপচয়ের নতুন খাত

০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

মূল পোষ্ট



ঢাকা থেকে ৯০ কি: মি: দূরে ময়মনসিংহের ত্রিশালে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। খরচ হবে ৫ হাজার কোটি টাকা। বঙ্গবন্ধুর নামে হবে দেখে আমার কোন আপত্তি নেই কিন্তু আসলেই কি দরকার আছে আমাদের একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের।



বাংলাদেশ এমনিতেই সমস্যায় জর্জরিত একটি দেশ যেখানে সমস্যা সমাধান না করে প্রতি ৫ বছর পর পর সেগুলোকে ইস্যু করে রাজনীতি করা হয়। লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি; সমস্যার অন্ত নেই। এগুলো সমাধান না করে ৫ হাজার কোটি টাকা ব্যয় করে নতুন এয়ারপোর্ট করার কোন যুক্তি নেই। বাংলাদেশে যতগুলো বিমানবন্দর আছে সেগুলোর মান উন্নয়ন করা যায়। কক্সবাজারকে যদি একটা বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় তাহলে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়ন অথবা চট্টগ্রামে একটা নতুন বিমানবন্দরের প্রয়োজন হতে পারে কিন্তু ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর অর্থ অপচয়ের নতুন খাত ছাড়া আর কিছুই নয়।



বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর হওয়া একটি গর্বের বিষয়। কিন্তু অর্থ তো জনগনের; যা আমরা সরকারকে ট্যাক্স হিসাবে দেই। ব্যবসায়িক সাম্ভাব্যতা যাচাই না করে আবেগের বশবর্তী হয়ে ৫ হাজার কোটি টাকা ব্যয় করা অপচয়ের-ই শামিল।



ব্লগার লালসালু এ নিয়ে একটি কবিতা লিখেছেন। তা আমি এখানে সংযুক্ত করছিঃ



সাজ সাজ রব উঠেছে ময়মনসিংহের ত্রিশালে,

বিদেশী প্লেইন ল্যান্ড করবে সেথায় সকাল ও বিকালে।

বিশাল অক্ষরে লেখা থাকবে বঙ্গবন্ধুর নামফলক,

রাতের বেলায় কত সুন্দর বিজলী বাত্তির ঝলক।

বিশ্বের কাছে পরিচিতি পাবে ময়মনসিংহের ত্রিশাল,

শুনেছি এয়ারপোর্টের জন্য বাজেটও নাকি বিশাল।

৫ হাজার কোটি টাকা মাত্র! এমাউন্ট বেশী নয়,

যার মাধ্যমে বঙ্গবন্ধুর নাম থাকবে আজীবন অক্ষয়।

বঙ্গবন্ধুর অবদানের কাছে এটা কি কোন টাকা?

নতুন একটা এয়ারপোর্ট ছাড়া যায় কীভাবে থাকা!



বিদ্যুতের অভাবে সেচ কাজের হয়নি কোন গতি,

পানির অভাবে এবার ফসলের হয়েছে অনেক ক্ষতি।

ডিজেলের দাম বেড়ে যাওয়াতে জেনারেটরও বন্ধ,

দেনা শোধ করতে না পারলে মহাজন করবেন দন্দ।

ছেলের চিকিৎসার খরচ জোগাতে বেচেছি দুধেল গাই,

ঢাকা থেকে মেয়েটা জানিয়েছে ‘গারমেন্টসের চাকরিটা নাই’।

একবেলা খেয়ে কোন রকম করছি জীবন যাপন,

শেখের বেটি হাসিনাকে মন থেকে ধন্যবাদ জ্ঞাপন।

হাজার কোটি টাকা দিয়ে রাখবেন বঙ্গবন্ধুর নাম,

ওটার নাকি হতে পারে ৫ হাজার কোটি টাকা দাম।

না খেয়ে মরে গেলে আমার কেই বা রাখবে খবর,

আমার পরিবারের সামর্থ্য নাই দিবে আমায় কবর।

তবুও চাই পিতার নামে হউক নতুন এয়ারপোর্ট,

কেউ না দিলেও আমি দিলাম থেকে মন থেকে সাপোর্ট।

ঢাকা থেকে ৯০ কি: মি: দূরে ময়মনসিংহের ত্রিশালে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। খরচ হবে ৫ হাজার কোটি টাকা। বঙ্গবন্ধুর নামে হবে দেখে আমার কোন আপত্তি নেই কিন্তু আসলেই কি দরকার আছে আমাদের একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.