নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যখন যে রকম

রঙিনমানুষ

আমি বেদনার রঙে রঙিন এক রঙিন ফানুষ।স্বপ্ন দেখি না কেবল যাপিত জীবনকে উপভোগ করি।

রঙিনমানুষ › বিস্তারিত পোস্টঃ

নেট নিয়া অশান্তি!আর ভাল লাগে না। X( X( X( X( X(( X((

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

নেট ব্যবহার কইরা শান্তি পাইলাম না।আজ পর্যন্ত সব মোবাইল অপারেটর, বাংলা বিলাই কিংবা Qubee সবই চালায় দেখলাম। স্পিড কম, নাইলে ইউসেজ লিমিট কম।মাঝেমধ্যে নেটোয়ার্ক অফ। হাজার হাজার টাকা গচ্ছা দিলাম।শেষমেষ সিদ্ধান্ত নিলাম ব্রডব্যান্ড নিমু।যদিও সমস্যা একটা থাইকা যায় এটা পোর্টেবল না তারপরো ভাবলাম অন্তত যতক্ষণ বাসায় থাকমু ধুমাইয়া নেট ইউজ করব। গেলাম Link 3 এর অফিসে। রীতিমত ফোনযুদ্ধ জয় করে বেশ কিছু মোবাইল বিল খরচ করে নিলাম কানেকশন।১ম মাস খরচ ২ হাজার পরের মাস ১ হাজার করে ৫১২ kbps। ১ম দুই দিন ভাল স্পিড পাইলাম। জানে পানি পাইলাম। আহ শান্তি।আরামসে নেট ব্রাউজ করি , ডাউনলোডাই।কিন্তু বিধিবাম। LINK 3 কর্তৃপক্ষ এইটা কয় নাই যে তাদের প্যাকেজ চার্য ১০০০ টাকার সাথে আরো ২০০ টাকা যোগ করা লাগবে। আর সেইটা হল কাস্টমার কেয়ারে ফোনের বিল। কানেকশন নেয়ার দেড় দিনের মাথায় স্পিড ডাউন। দিলাম ফোন। কাস্টমার কেয়ারে মুখস্থ উত্তর দিল সার্ভারে কাজ চলতাসে তাই স্পিড কম পাচ্ছি। ভাল কথা। দুই এক দিন পর ঠিক হইয়া গেল।এরপর শুরু হইল নতুন ঝামেলা হঠাৎ হঠাৎ নেট ডিসকানেকট হইয়া যায়। কিছু একটা ডাউনলোডে দিয়া যাই গা । ঘন্টা খানেক পর আইসা দেখি কিসুই নামে নাই। নেট গেসে গা। মডেম রিস্টার্ট দিয়ে আবার কানেক্ট করি। ঠিক হয়ে যায়। এরকম চলল কয়দিন। এর সাথে এখন নতুন ঝামেলা শুরু হইল LINK 3 থেকে ম্যাসেজ আসে ক্যাবেল কোথায় কাইটা গেসে তাই স্পিড কম পামু। কইল ৬ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। সারাদিন চলে যায় কোন খবর নাই। স্পিড রবির ২জি স্পিড এর চেয়েও খারাপ।ফোন দেই কাস্টমার কেয়ারে।মুখস্থ বুলি শোনায় ঠিক হয়ে যাবে, কাজ চলছে এ জাতীয় কথাবার্তা।কিন্তু ঠিক আর হয় না।এ মাসে নেট নিলাম ১৫ দিন হইসে এর মধ্যে ৫/৬দিনই স্পিড ছিল খুব কম।মাস শেষে বিল কিন্তু ঠিকই দিতে হবে।নেট নিয়া আর শান্তি পাইলাম না।বাংলাদেশে গ্রাহক সেবা বইলা কোন জিনিষ নাই।খালি ফাউ কথা শুনায় আর আমাদের মোবাইল বিল যায়।কবে যে ভাল সার্ভিসের দেখা পামু আল্লাহই জানে।/:)/:)/:)/:)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

উড়োজাহাজ বলেছেন: বিরক্ত হইয়ে আজ থেইকা ব্র্যাক নেট নিলাম। দেখ কেমন চলে। ডাউনলোড ম্যানেজার দিয়া ১৩০/১৩৫ নামতাছে। বাংলা বিলাই্ও এমনি ছিল। কিন্তু বিল কম। এখন ৫০০০ দিতে হইবে।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

রঙিনমানুষ বলেছেন: বলেন কি ভাই?৫০০০!!!

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

মুশাহা বলেছেন: আমার মনে হয় আমাদের মতো দরীদ্র দেশের জন্য আল্ট্রা জুম পোস্ট পেইড ভালো, গত দু বছরে তাদের সেবা আমাকে এ কথা বলতে বাধ্য করেছে।
প্রতিমাসে তিন শো টাকা ই যথেষ্ট।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

রঙিনমানুষ বলেছেন: আমি তুলনামুলক ভাবে বেশী ডাউণলোড করি।তাই সিটি সেল পোসায় না।আর স্পিড ও তেমন ভাল না।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: টেলিটক 3G মনে হয় ভাল আমি ব্যবহার করি। খারাপ নয়, এক সাথে ৩/৪ পেজও ওপেন করলে ও গতি ভালই।।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

রঙিনমানুষ বলেছেন: টেলিটক স্পিড ভাল কিন্তু ইউসেজ লিমিট তো কম ভাই। মাত্র ৩০ জিবি।ব্রডব্যান্ডে এই লিমিটেশন নাই। সেজন্যই নিসিলাম।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

উদাস কিশোর বলেছেন: একদিন কাষ্টমার কেয়ারে কথা বলতে বলতে সমাধান বাদ দিয়া আজাইরা প্যাচাল শুরু করলো ,
আচ্ছা মতন বাংলা বকা শুনাইছিলাম ।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

রঙিনমানুষ বলেছেন: আমি ট্রাই করসিলাম।যত বারই ফোন দেই মেয়ে ফোন ধরে। গালাগাল দিতে পারি না। উল্টাপাল্টা কথা কয়।জিগাই একটা আর উত্তর দেয় আরেকটা।আর হুদাই বিল উঠে ফোনের।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

দি সুফি বলেছেন: বাংলাদেশের অন্য ব্রডব্যান্ড প্রোভাইডারদের চেয়ে LINK3 হাজার গুণে ভালো সার্ভিস দেয় (শুধুমাত্র হোমইউজারদের জন্য প্রোযোজ্য)।
আমি প্রায় বছরখানেকের কাছাকাছি LINK3 ব্যাবহার করছি। তেমন একটা সমস্যার সম্মুখীন হচ্ছি না।
আর ফাইবার কাটা পরলে, ব্যাড লাক্‌ বলা ছাড়া আর কিছু করার নেই।
তয়, আপনে যদি night doubler প্যাকেজ ব্যাবহার করেন, তাইলে অনেক সমস্যা ফেইস করবেন B-)) B-))

৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

রঙিনমানুষ বলেছেন: ভাই আমি নরমাল প্যাকেজ ইউজ করি। আমার কথা হইল শান্তিমত একটা স্টেবল স্পিডে ডাউনলোড বা ব্রাউজ করতে পারলেই আমি খুশি। কিন্তু গত ১৫ দিনের অভিজ্ঞতায় শান্তি পাইলাম না

৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

দি সুফি বলেছেন: শেয়ারড্‌ কানেকশন কখনই স্ট্যাবল পাবেন না।
আপনার কানেকশনে কোন সমস্যা আছে কিনা আমার জানা নেই, তবে LINK3 কে আমি ১০০ এর মাঝে ৯৫ দেব তাদের সার্ভিসের জন্য।
অন্য কিছু প্রোভাইডারের নেট ব্যবহার করে দেখেন, তাহলেই পার্থক্যটা টের পাবেন :)

৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

রঙিনমানুষ বলেছেন: আমি চট্টগ্রাম থাকি। এখানে আমার পরিচিত সবার link3 নেট সার্ভিসে এ মাসে ডিসটার্ব দিচ্ছে।যেমন আজকে কেউ কেউ নেট ইউজ ই করতে পারতাসে না।আমি তো তাও ব্রাউজ করসি।তবে আপনার কথা অনুযায়ী যদি ওদের সার্ভিস ভাল হয় তাহলে হয়তো ঠিক হয়ে যাবে সমস্যা।আমি আরো মাস দুয়েক ইউজ করব। যদি আর সমস্যা না করে তাহলে ভাল নাইলে কি আর করমু।কপালের দোষ আর কি :( :( :(

৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আমার অভিজ্ঞতা অনেকটাই আপনার মত। কিউবি চক্রান্তে ধরাশায়ী। একজন লিংক ৩ সাজেস্ট করেছেন। কিন্তু আপনার পোস্ট পড়ে ভরসা পাচ্ছিনা।

১০| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

রঙিনমানুষ বলেছেন: ভাই LINK 3 কানেকশন চট্টগ্রামে এ মাসে নাকি খুব প্রবলেম দিচ্ছে। আমিও পরিচিত জনদের সাজেশন নিয়ে লাইন নিয়েছি।অনেকেই ভাল বলসে।আমি আপাতত LINK 3 নেট নিয়া আপনাকে কোন সাজেশন দেব না।তবে ঢাকায় শুনসি তাদের সার্ভিস তুলনামূলক ভাল।চট্টগ্রামে ওদের ftp সার্ভার অফ কিন্তু ঢাকায় নাকি FTP সার্ভারও চালু আছে।আপনি যেখানে থাকেন তার আশেপাশের কাউকে link3 সার্ভিস সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন।শুধু শুধু টাকা গচ্ছা না দিয়ে একটু খোঁজখবর করে লাইন নিন।আশা করি আপনি আমার মত ঝামেলায় পড়বেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.