নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যখন যে রকম

রঙিনমানুষ

আমি বেদনার রঙে রঙিন এক রঙিন ফানুষ।স্বপ্ন দেখি না কেবল যাপিত জীবনকে উপভোগ করি।

রঙিনমানুষ › বিস্তারিত পোস্টঃ

মিনি মুভি রিভিউ HOMEFRONT (2013) (আপডেটেড ব্লুরে লিংক)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

জেসন স্ট্যাথামকে চেনেনা এমন মুভি লাভার খুঁজে পাওয়া কঠিন। আর তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন একশন হিরো। তাই জেসন স্ট্যাথাম থাকা মানেই মুভি হবে একশন আর থাকবে দুর্দান্ত সব হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দৃশ্য, কিছু বিপজ্জনক স্টান্ট আর উত্তেজনায় পূর্ণ প্রতিটি মুহুর্ত।
HOMEFRONT মুভিটাও তার ব্যতিক্রম নয়। সাধারণত একশন জনরার মুভির রিভিউ লিখি না।
তাই এক্ষেত্রেও রিভিউ লিখছি না।
HOMEFRONT এর কাহিনী বলতে গেলে অন্য যে কোন একশন মুভির কাহিনীর চেয়ে আলাদা কিছুই নয়।ব্রোকার (জেসন স্ট্যাথাম)একজন প্রাক্তন আন্ডার কাভার এজেন্ট যার ছোট্ট একটা মেয়ে আছে।মেয়ে অন্তপ্রাণ ব্রোকার তাই সব কিছু ছুড়ে ফেলে দিয়ে নতুন এক শহরে বাড়ি বানায়।ঝামেলা থেকে বাঁচতে চাইলেও ঝামেলা তার পিছু ছাড়ে না।এক ড্রাগ স্মাগলারের বোনের সাথে ঝামেলার সূত্রপাত।তারপর তার মাধ্যমে ব্রোকারের হদিশ পায় আরেক ড্রাগ লর্ড যার ছেলের মৃত্যুর জন্য ব্রোকার দায়ী।এরপর আর কি!!!
শুরু হয় তুমুল যুদ্ধ।
আর কিছু বলব না। খালি বলব আগের দুটি মুভি Redemption (2013 ), Parker (2013) জেসন স্ট্যাথাম ভক্তদের মন ভরাতে পারে নি। আমার মতে এই মুভিটা সে দুঃখ কিছুটা হলেও লাঘব করবে। দারুণ কিছু একশন সিকোয়েন্স আছে মুভিতে।
তাহলে যারা একশন মুভি দেখতে ভালবাসেন তারা দেরি না করেই দেখে ফেলুন মুভিটা ।

মুভিটার ট্রেইলার দেখতে পারেন


স্ক্রিনশট

[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/ronginmanush_1391608128_3-MV5BMjE1NzQzNDcyOV5BMl5BanBnXkFtZTgwNDE3NDIyMDE_._V1__SX640_SY720_.jpg



ডাউনলোড লিংক

মুভি বিষয়ক এরকম আরো তথ্য এবং রিভিউ পড়তে জয়েন করুন আমার ফেসবুক গ্রুপে

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
স্ট্যাটহ্যাম আমার খুব পছন্দের একজন অ্যাক্টর।
আমি YTS আপলোডের জন্য ওয়েট করতেসি ||

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

রঙিনমানুষ বলেছেন: torrent link থেকে আমি নিজে নামিয়েছি। প্রিন্ট যথেষ্ট ভাল। চাইলে নামাতে পারেন।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) দেখা দরকার......

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২

রঙিনমানুষ বলেছেন: দেখে ফেলেন। ভাল করসে।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১

সুমন কর বলেছেন: দেখবো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

রঙিনমানুষ বলেছেন: :) :) :) :) :) :)

৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৪৫

শাহরিয়ার নীল বলেছেন: ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.